বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৬:৪৫

ইন্টারনেটে গরু-খাসি বিক্রি

ইন্টারনেটে গরু-খাসি বিক্রি

এক্সক্লুসিভ ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় গরু কিংবা খাসি কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে অনলাইন মার্কেটে ‘প্লেস বিক্রয় ডটকমে’। সোমবার থেকে শুরু হওয়া এ বিক্রয় প্রতিযোগিতা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতায় ব্যক্তিগত পণ্য বিক্রির সর্বাধিক বিজ্ঞাপন দাতাদের মধ্যে লাটারিতে প্রথম বিজয়ীকে একটি গরু এবং দ্বিতীয় বিজয়ী একটি খাসি  উপহার দেয়া হবে।   

এ বিষয়ে বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, কোরবানির ঈদ আমাদের দেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। এ সময় আমাদের সাইট বিক্রয় ডটকমে অসংখ্য গরু এবং ছাগলের বিজ্ঞাপন প্রকাশিত হয়।  বিক্রয় ডটকম ব্যবহারকারীদের সঙ্গে ঈদ উৎসব উদযাপন করার জন্যই আমাদের এ উদ্যোগ।

প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণীতে দিতে হবে এবং এটি ব্যক্তিগত বিজ্ঞাপন হতে হবে  বলেও জানান ঈশিতা। তিনি আরো জানান, পুরস্কার জিততে একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে এবং বিদ্যমান কোনো বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য  বিবেচিত হবে না।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে