বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৭:৪৭

শিগগিরই প্রয়োগ এবোলার প্রতিষেধক

শিগগিরই প্রয়োগ এবোলার প্রতিষেধক

এক্সক্লুসিভ ডেস্ক : এইডস, ক্যান্সারের চেয়েও ভয়াবহ মারণব্যাধি এবোলা রোগ নিরাময়ের জন্য প্রতিষেধক প্রয়োগ করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’৷ হু-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জানিয়েছেন, সম্প্রতি এবোলা রোগের প্রকোপে বিশ্বে হাজার হাজার সাধারণ মানুষ মারা গিয়েছেন৷

সেই রোগ নিরাময়ের জন্য প্রতিষেধক অবিষ্কারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিঞ্জানীরা৷ সম্প্রতি এই প্রতিষেধক আবিষ্কার করা হয়েছে৷ এবার সেই প্রতিষেধক প্রয়োগ করতে চলেছেন বিঞ্জানীরা৷ আফ্রিকার পশ্চিমাংশে প্রথম এই প্রতিষেধকের প্রয়োগ করা হবে৷

সূত্রের খবর প্রাথমিক পর্যায়ে আফ্রিকার প্রায় ১০ হাজার মানুষের ওপর প্রতিষেধক প্রয়োগ করা হবে৷ এবোলা রোগের প্রকোপে বিশ্বে এখনও পর্যন্ত মারা গিয়েছেন  মোট সাড়ে চার হাজার সাধারণ মানুষ৷

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে