বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৯:২৪

মৃত্যুকে ভয় পেল না ২ বছরের শিশু

মৃত্যুকে ভয় পেল না ২ বছরের শিশু

এক্সক্লুসিভ ডেস্ক : প্রলয় স্রোত বইছে। মানুষ তাঁকিয়ে আসে শিশুটির দিকে। সবার মুখে আহাকার। এই বুঝি গেল। কিন্তু না যায়নি। দুঃসাহসিক শিশুটি বেঁচে আসল তার সাহসের জোরে। মাত্র দুই বছরের এক বালক বিস্ময়কর এক কান্ড করে বসেছেন। বন্যার তোড়ে যেখানে সবকিছু ভেসে যাচ্ছে, সেখানে মাত্র দুই বছরের ওই শিশু প্রচন্ড স্রোতের মধ্যে দঁড়িয়ে আছে। গ্রামবাসী চেষ্টা করছে তাকে বাঁচানোর। অসীম সাহসী সেই দুই বছরের শিশুটিকে কিভাবে উদ্ধার করা হল তাই দেখা যাবে ভিডিওটিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে