সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৬:৩৩:১৭

৯ বছরের ছেলেকে হারিয়ে অ্যাপল সিইও-কে চিঠি লিখলেন বাবা

৯ বছরের ছেলেকে হারিয়ে অ্যাপল সিইও-কে চিঠি লিখলেন বাবা

এক্সক্লুসিভ ডেস্ক : ছেলেকে হারানোর শোক তো রয়েছেই কিন্তু তার স্মৃতিগুলো হারিয়ে ফেলার আশঙ্কায় বিহ্বল হয়ে গিয়েছেন বাবা। চিঠি লিখেছেন অ্যাপল-এর সিইও টিম কুক-কে। কী লেখা রয়েছে সেই চিঠিতে?

ছেলে নেই। ৯ বছরেই সে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে। ছেলেকে তো আর ফিরে পাবেন না তাই প্রাণপণে আঁকড়ে রাখতে চাইছেন তার স্মৃতি। ছোট ছেলেটির একটি আইফোন ছিল। সেই আইফোনে রয়ে গিয়েছে ছেলের বহু ছবি, নোটস, ভিডিও।

মৃত ছেলের সেই ফোনের লকটি খোলার জন্য অ্যাপল সিইও টিম কুকের দ্বারস্থ হয়েছেন বাবা। ছেলের ফোনের লক খুলে দেয়ার জন্য আবেদন জানিয়েছেন। লিখেছেন, ‘ছেলের স্মৃতি থেকে আমাকে অনুগ্রহ করে বঞ্চিত করবেন না।’

অ্যাপল এর আগেও এই ধরনের একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এক সন্ত্রাসবাদীর আইফোনের লক খুলতে এফবিআই অ্যাপল-এর সাহায্য চেয়েছিল। কিন্তু কোম্পানির পলিসি অনুযায়ী কোনো ব্যক্তির আইফোন তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি এবং তার পাসওয়র্ড শুধুমাত্র সেই জানবে। এক্ষেত্রে কোম্পানি অত্যন্ত কড়া।

কোনোভাবেই অন্য কারো অনুরোধে কোম্পানি আইফোনের লক খোলে না। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে একজন বাবার অনুরোধ কি রাখবেন টিম কুক?-এবেলা
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে