সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৮:১৩:৫৫

জেনে নিন, হঠাৎ গাড়ির ব্রেক ফেল করলে কী করবেন?

জেনে নিন, হঠাৎ গাড়ির ব্রেক ফেল করলে কী করবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আচমকা গাড়ির ব্রেক ফেল হলে কী করবেন? মাথা খারাপ হওয়ারই কথা।  তবে গাড়ির ব্রেক ফেল হওয়ার ঘটনা সাধারণত সচরাচর হয় না।  

কিন্তু কোনো পূর্বাভাস ছাড়াই গাড়ির ব্রেক ফেল হলে এর ঝুঁকি অনেক বেশি। গাড়ির ব্রেক ফেল করে কখনো কখনো প্রাণহানির ঘটনার খবর শোনা যায়।  হঠাৎ গাড়ির ব্রেক ফেল করলে তৎক্ষণাৎ কী করবেন তা অনেকেই ভেবে পান না।  তাই গাড়ির ব্রেক হলে তাৎক্ষণিক করণীয় কী তা জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।  

১. উদ্বিগ্ন হবেন না।  মাথা ঠাণ্ডা রাখুন।  যত বেশি সম্ভব হর্ন দিন।
২. এরপর অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন।  গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে তা বন্ধ করুন।
৩. ব্রেকে চাপ কম মনে হলে বারবার পাম্প করতে থাকুন।
৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন।  এতে গাড়ির গতি কমবে।  তবে গিয়ার কমান ধীরে ধীরে।
৫. এরপর হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।
৬. রাস্তা ওড়া এবং ফাঁকা থাকলে এক্ষেত্রে বেশি সুবিধা।  কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান।  এতে গতি আরো কমবে।  কখনো বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।
৭. এভাবে গতি অনেকটা কমে এলে বালি বা ঝোপের মতো কোথাও গাড়িটি ভিড়িয়ে ফেলুন।  কিন্তু পুকুর-নদী এড়িয়ে চলুন।  গাড়িতে আরোহন করেই সিট বেল্ট বেঁধে ফেলুন।
৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে