বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩১:৫৯

সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে ৭টি করণীয়

সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে ৭টি করণীয়

এক্সক্লুসিভ ডেস্ক : আপনার আমার কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন, তেমনি প্রয়োজন যথাযথভাবে আপনার প্রতি অর্পিত কাজ সম্পন্ন করা। এসব বিষয় সঠিকভাবে মেনে চললে সহকর্মীদের যেমন বন্ধু বানাতে পারবেন তেমন আপনার কাজও ঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। আর এ দ্ইু বিষয়ে ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন বাস্তব কিছু বিষয়ের চর্চা। আর তা হলো-

ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন : ব্যক্তি হিসেবে আপনার এমন কিছু বিষয় থাকতে পারে, যা অন্যদের আপনি সহজে বলতে চান না। কিন্তু সহকর্মীদের সঙ্গে সেসব বিষয় আলাপ করেন। এবার সময় হয়েছে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের। আপনার সহকর্মীদের গসিপের সুযোগ দেবেন না। ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রকাশ না করলেই কেবল এ বিষয়টি সম্ভব।

সবকিছু প্রকাশ না করা : আপনার সব বিষয়ে ধারনা সহকর্মীদের সঙ্গে বিনিময় করলেই যে আপনি তাদের ভালো বন্ধু হিসেবে পাবেন এমন কোনো কথা নেই। তাই কিছু বিষয় নিজের কাছে রাখাই ভালো। আপনার কাপড়, জুতা ইত্যাদি নানা বিষয় সহকর্মীদের সঙ্গে আলাপ করতে বাধা নেই। কিন্তু সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা না করাই ভালো। সহকর্মীদের বন্ধু বানানোর একটি কার্যকর উপায় হলো আপনার মাঝে থাকা এ প্রতিযোগিতার বিষয়টি সবাইকে না জানানো। ধরুন আপনার মাথায় এমন একটি আইডিয়া এসেছে, যা থেকে আপনার প্রমোশন হতে পারে। এমন আইডিয়া সহকর্মীদের নয় বরং বসকে বলা যেতে পারে।

আড্ডাবাজিতে সময় নষ্ট না করা : কাজের সময় আড্ডাবাজি সময় নষ্ট করে। এটি আপনার কাজের গতি কমিয়ে দেয় এবং বহু কাজে বিঘ্ন সৃষ্টি করে। কাজের সময় কোনো মজার বিষয়ের সন্ধান পেলেও তা সঙ্গে সঙ্গে প্রকাশ না করাই ভালো। তার বদলে কাজের বিরতিতে তা প্রকাশ করুন।

নিজের দায়িত্ব পালন করুন : অফিসে আপনার যে দায়িত্ব ঠিক সেটি পালন করলেই চলে। এক্ষেত্রে কোনো সহকর্মীর ত্রাতা বনে না যাওয়াই ভালো। এতে নানা দিক থেকে বিরুপ প্রতিক্রিয়া আসতে পারে।

অতিরিক্ত সহমর্মীতা ভালো নয় : অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়। সপ্তাহের কাজের দিনগুলো আপনি যে সহকর্মীদের সঙ্গে কাটান তাদের সঙ্গে ছুটির দিনগুলোও কাটানোর প্রয়োজনীয়তা নেই। সপ্তাহান্তে সময় দিন অন্য বন্ধুদের। এতে উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে।

প্রতিযোগিতা সব সময় ভালো নয় : সহকর্মীদের সঙ্গে অল্পবিস্তর প্রতিযোগিতা স্বাভাবিক। কিন্তু তা যদি হয় বাড়াবাড়ি পর্যায়ে, তবে তা হয়ে যেতে পারে অস্বাস্থ্যকর বিষয়। প্রতিদিন সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকলে আপনি সহজেই তাদের বিরাগভাজন হয়ে যেতে পারেন।

রোমান্স ও ব্যবসা পৃথক রাখুন : সহকর্মীর সঙ্গে হৃদয়বৃত্তিক সম্পর্ক গড়ে উঠতেই পারে। কিন্তু উভয় ক্ষেত্র এক করে দেখার সুযোগ নেই। কাজের সময় রোমান্স যেমন অন্যদের বিরক্ত করবে তেমন তা কাজেরও ব্যাঘাত ঘটাবে। এছাড়া প্রতিষ্ঠানে অবস্থান ভালো করার জন্য বন্ধুত্ব বা রোমান্স গড়ে তোলার চেষ্টা হিতে বিপরীত হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে