বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩২:৪০

বিল গেটসের বিপুল সম্পদের গোপন রহস্য

বিল গেটসের বিপুল সম্পদের গোপন রহস্য

এক্সক্লুসিভ ডেস্ক : উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিল গেটসের সম্পদের পরিমাণ। অবশ্য এর পেছনে কারণও রয়েছে। যার মাধ্যমে তিনি এতো সম্পদের মালিক হয়েছেন তা হয়তো অনেকেরই অজানা।

ধনী হওয়ার পেছনে বিল গেটসের ‘গোপন অস্ত্রটা হলেন মাইকেল লার্সন। বিশ বছর আগে লার্সনকে নিয়োগ করেন বিল গেটস। তখন গেটসের মোট সম্পদ ছিল মাত্র পাঁচশ কোটি ডলার।
বর্তমানে তার সম্পদের মূল্য ৮ হাজার একশ’ কোটি ৬০ লাখ ডলার। তিনি হলেন ধনীদের সেরাদের সেরা।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রচারবিমুখ লার্সনকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গেটসের ব্যক্তিগত বিনিয়োগে গড়ে ‍ওঠা ক্যাসকেড ইনভেস্টমেন্ট এলএলসি পরিচালনার দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন লার্সন।

একটা সময় ছিল, যখন বিল গেটস কেবল মাইক্রোসফটের ওপর নির্ভর করতেন। পরে এ চিত্র পাল্টে দেন লার্সন। লার্সনই সেই ব্যক্তি যিনি গেটসের টাকা ভিন্নখাতে বিনিয়োগ করেন।

সে সুবাদেই বিল গেটস এখন রিয়েল এস্টেটসহ বেশ কয়েকটি কোম্পানির মালিক। এর মধ্যে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ের কো., অটোনেশন ইনক., রিপাবলিক সার্ভিসেস ইনক প্রভৃতি।

স্ত্রী মেলিন্ডার সঙ্গে গেটস ২০০০ সালে দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশেন’ গড়ে তোলেন। এই দাতব্য তহবিলে এরই মধ্যে ৩ হাজার ৮০০ কোটি ডলার জমা দিয়েছেন বিল গেটস।

হিসাবে দেখা যায়, গেটসের বর্তমান সম্পদের মূল্য ৮ হাজার একশ’ কোটি ৬০ লাখ ডলার। পাঁচ মাস আগে (মার্চ, ২০১৪) অঙ্কটা ছিল ৭ হাজার ৬০০ কোটি ডলার।

পাঁচ মাসে প্রায় ছয়শ’ কোটি বেশি আয় করেছেন গেটস। আর আগের বছর মার্চে গেটসের মূল সম্পদের পরিমাণ ছিল ৯০০ কোটি ডলার কম।

গেটসের ধারাবাহিক সাফল্যের গোপন রহস্য কিন্তু লার্সন। এ কথা গেটস নিজেই স্বীকার করে নিয়েছেন। লার্সনের সঙ্গে পথ চলার বিশ বছর পূর্তিতে আমন্ত্রিত অতিথিদের সামনে গেটস বলেন, মাইকেল লার্সনের প্রতি ‘অগাধ বিশ্বাস ও ভরসা’ আমার। তার জন্যই সুখী ও শিক্ষিত এক বিশ্বের স্বপ্ন দেখতে পারছি আমি।

সে কারণেই নাকি মাইকেল লার্সনকে ‘গেটসকিপার’ নামে ডাকা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে