বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৬:০০

যে মোবাইল ব্যবহার করেন বিশ্বনেতারা

যে মোবাইল ব্যবহার করেন বিশ্বনেতারা

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া তাদের চলা মনে হয় কোন মতেই সম্ভব না। এক্ষেত্রে তারা নিজেদের পছন্দের ফোন ব্যবহার করে থাকেন৷ বিশ্বনেতারাও এর বাইরে নন৷ ব্রিটিশ দৈনিক ‘দি টেলিগ্রাফ’ সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷

বারাক ওবামা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গোয়েন্দাদের বাধা সত্ত্বেও ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করছেন বারাক ওবামা৷ অবশ্য তাঁর ব্যবহৃত ফোনটির নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা, এনএসএ৷ তবে এবার ওবামার ব্যবহারের জন্য স্যামসাং ও এলজির বিভিন্ন মডেলও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর৷

ভ্লাদিমির পুটিন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না৷ ২০১০ সালে তিনি তাঁর মোবাইল না থাকার কথা জানিয়ে বলেন, ‘‘আমার যদি মোবাইল থাকতো তাহলে সেটা সবসময় বাজতে থাকতো৷’’

আঙ্গেলা ম্যার্কেল : সংসদে বসে মোবাইলে জার্মান বুন্ডেসলিগার ধারাবিবরণী শোনেন – জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মোবাইল প্রীতি সম্পর্কে এমন কথাও চালু আছে৷ গত বছরের জুলাই থেকে তিনি ‘ব্ল্যাকবেরি জেড১০’ ব্যবহার করছেন৷ অবশ্যই এতে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে৷ এর আগে অবশ্য ম্যার্কেল ব্যবহার করতেন নোকিয়া ৬২১০৷

ডেভিড ক্যামেরন : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ডেভিড ক্যামেরনকেও তাঁর ‘ব্ল্যাকবেরি’ ফোনটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলন নিরাপত্তা কর্মীরা৷ কিন্তু তাঁদের কথা না শুনে ক্যামেরন এখনো ব্ল্যাকবেরিই ব্যবহার করছেন বলে জানা গেছে৷

ফ্রঁসোয়া ওলঁদ : বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতে নিজের ‘আইফোন’ থেকে সারাক্ষণ খুদে বার্তা পাঠান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ছবির এই নারীই ওলঁদের সেই বান্ধবী৷

মাটেও রেনসি : ফরাসি প্রেসিডেন্টের চেয়েও ‘আইফোন’-এর প্রতি বেশি আকৃষ্ট ইটালির তরুণ প্রধানমন্ত্রী মাটেও রেনসি৷ একবার তাঁকে অ্যাপল-এর প্রধান কার্যালয়ে অ্যাপল লোগোর পাশে ছবি তুলতে দেখা গেছে৷ স্টিভ জবস মারা যাওয়ার পর নিজের ফেসবুকে ‘আইগড’-কে ‘‘আমাদের সময়ের লিওনার্দো দ্য ভিঞ্চি’ বলে আখ্যায়িত করেছিলেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী রেনসি৷

শেখ হাসিনা : বিডিনিউজ টোয়েন্টিফোর সম্প্রতি জানিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত স্যামসাং-এর ‘গ্যালাক্সি এসথ্রি’ ফোন ব্যবহার করেন৷

জন কেরি : গত বছরের নভেম্বর মাসে তোলা এই ছবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তাঁর ‘ব্ল্যাকবেরি’ ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে৷


২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে