বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪০:১৪

নিজ সত্তাকে হারাবেন না যেভাবে

নিজ সত্তাকে হারাবেন না যেভাবে

এক্সক্লুসিভ ডেস্ক : অন্যের কাছে আকর্ষণীয় হতে গিয়ে আপনি যদি নিজের সত্তাকে বিসর্জন দিয়ে সম্পূর্ণ অন্যরকম একজন হিসেবে সকলের সামনে এসে দাঁড়ান তবে আপনি নিজের অনেক বড় ক্ষতি করলেন। আপনি দুটি সত্তার মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন, যা পরবর্তীতে আপনার জন্য দুঃখই বয়ে আনবে। তাই আপনি নিজে সেভাবে সকলের সামনে এসে দাঁড়ান।

ভেতর বাহিরের সৌন্দর্য নিয়ে টানাপড়েনে সবাই একটা দ্বন্ধে থাকে। কেউ কেউ আছে, নিজেকে সুন্দর করার পেছনে সদা ব্যাস্ত থাকে আবার কেউ থাকে উদাসীন। এবার ভাবুন, কোন মানুষটিকে আপনি বেশি পছন্দ করবেন? চাকচিক্যের পূজারি মানুষের মন যোগাতে অনেকে বেছে নিয়েছেন বাহ্যিক পথটাকে। কিন্তু, নির্মল সৌন্দর্যের মানুষের দেখা মেলা ভার আজকাল।ক্রমশ নিজের সত্বাকে হারিয়ে ফেলছে মানুষ।

নিজেকে অসাধারণ করে গড়ে তোলার জন্য  চলুন  ফিরিয়ে আনি নিজের আসল সৌন্দর্যটাকে। সাজিয়ে নিন নিজেকে সরল সৌন্দর্যে। নিজের সত্তাকে হারাবেন না কখনো। সফলতার পেছনে ছুটতে যাবেন না, নিজেকে উপযুক্ত করুনঃ  মানুষ সব সময় যে ভুলটি করেন তা হলো নিজেকে পরিপূর্ণ ভাবে উপযুক্ত না করেই সফলতার পেছনে ছুটতে থাকেন। কথাটি এমন যে অনেকেই কষ্ট না করেই সফলতা পেতে চান। এতে করে অনেকে অনেক সময় ভুল পথ অবলম্বন করে থাকেন।

কিন্তু ভুল পথে সফল হলে সেই সফলতা বেশিদিন টেকে না। তাই সফলতার পেছনে না ছুটে নিজেকে এমনভাবে উপযুক্ত এবং সামর্থ্য করে তুলুন যেন সফলতা আপনার পেছনে ছোটে। তখনই আপনি সকলের কাছে হয়ে উঠবেন নিরমন সৌন্দর্যের মানুষ৷ নিজের ভুল স্বীকার করার ক্ষমতা রাখুন।

যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাদের কাছে ছোট বড় কোনো প্রকারভেদ নয়। তারা সকলের সাথে সমান ব্যবহার করতে পারেন। সকলের কাছে অকপটে নিজের ভুল স্বীকার করে নিতে পারেন। বয়সে ছোট এবং সমাজের তথাকথিত নিম্নবিত্ত মানুষগুলোর কাছে নিজের ভুল স্বীকার করে নিতে অস্বস্তি এবং লজ্জাবোধ করেন না তারাই তো আসল সৌন্দর্যের মানুষ। তাদের মনের ভেতরটা থাকে পবিত্র এবং সরল সৌন্দর্যে ভরপুর।

ব্যক্তিত্বকে উপস্থাপন করুন নিজের বাহ্যিক সৌন্দর্য নয় এ কথা সত্যি যে,একজন মানুষের ব্যক্তিত্ব যতটা আকর্ষণীয় হতে পারে একটি সুন্দর চেহারা ততোটা হতে পারে না। আপনি অপরূপ সুন্দর, কিন্তু আপনার ব্যক্তিত্ব এমন যে সহজে মন কাড়ে না, তাহলে আপনি যতোই সুন্দর হন না কেন যেদিন এই সৌন্দর্য ফিকে হয়ে আসবে। আর সেদিন আপনার পাশে কাউকে পাবেন না। যদি আপনার ব্যক্তিত্ব অসাধারণ হয়ে থাকে তবেই আপনি সকলকে ধরে রাখতে পারবেন। তাই নিজের ব্যক্তিত্বকে উপস্থাপন করুন নিজের বাহ্যিক সৌন্দর্য নয়।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে