কুমিরের জীবাশ্ম মঙ্গলে!
এক্সক্লুসিভ ডেস্ক : অনেকটা কুমিরের মতো দেখতে মঙ্গলে প্রাণীদেহের একটি জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে। এ থেকে মহাশূন্যের লোহিত বর্ণের এই গ্রহটিতে প্রাণীর অস্তিত্ব থাকার ধারণাটি আরো পাকাপোক্ত হয়েছে। মহাকাশ যান ‘মার্স কিউরিসিটি রোভার’য়ের নভোচারী জো হোয়াইট(৪৫) মঙ্গলের ভিডিও ফুটেজে একটি শিলা পিণ্ড দেখতে পান।
পিণ্ডটি দেখতে অনেকটা কুমিরের লম্বা মুখের মতো। পেশায় মহাকাশ ভিডিও সাংবাদিক হোয়াইট ব্রিস্টল থেকে আরো জানান, ওই বস্তুটির সঙ্গে পৃথিবীর জলজ প্রাণী কুমিরের বেশ সাদৃশ্র রয়েছে। শক্ত ওই বস্তুটি সম্ভবত একটি জীবাশ্ম বা হিমায়িত অবস্থায় রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
আর দীর্ঘদিন ধরে বরফের মধ্যে থাকার কারণে এটি জমে শক্ত হয়ে গিয়েছে। ওই বস্তুর ছবিটি চলতি বছর ‘কিউরিসিটি রোভার’ থেকে তোলা হয়েছে। এটি ধারণ করা হয়েছে ছয় ফুট উঁচু থেকে। তবে সম্প্রতি মঙ্গলে খুঁজে পাওয়া এই সরীসৃপ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস