বিপদ ও নিরাপদের তথ্য জানাবে ফেসবুক
এক্সক্লুসিভ ডেস্ক : হঠাত্ বিপত্তি। ভূমিকম্প, সুনামি বা ঘূর্ণিঝড়ে আটকে গিয়েছেন। নিজেদের বিপদের কথা আত্মীয়-বন্ধুদের কাছে কী ভাবে পৌঁছে দেবেন? শীঘ্র সেই সমস্যার সমাধান করে দেবে ফেসবুক ভুল হয়ে গেল ফেসবুকের 'সেফটি চেক'। যার সাহায্যে, একটি স্পর্শেই নিজের বিপত্তির কথা জানানো যাবে বন্ধুদের।
কী ভাবে কাজ করে এই ফিচার? কোনো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আটকে পড়েছেন আপনি। সে সময় এই টুলটি সক্রিয় থাকলে, সেই আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে, প্রশ্ন করবে, 'আপনি কি নিরাপদে রয়েছেন?'
ফেসবুক কী ভাবে বুঝবে যে আপনিও দুর্ঘটনাস্থলে উপস্থিত? ইউজাররা নিজের প্রোফাইলে যে স্থান উল্লেখ করবেন তা দেখেই ফেসবুক দুর্ঘটনাস্থলে আপনার উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হবে। প্রোফাইলে স্থান আপডেট না-করলেও, আপনার লাস্ট লোকেশান বা যে শহর থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, তা যাচাই করে আপনাকে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক।
এ ধরনের হিসেবের ওপর নির্ভর করেই আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে। সে ক্ষেত্রে ফেসবুকের হিসেব ভুল হলে, অর্থাত্ দুর্ঘটনাস্থলে উপস্থিত না-থাকা সত্ত্বেও আপনি যদি নোটিফিকেশন পান, তা হলে আপনি মার্ক করতে পারবেন যে আপনি, 'বিপর্যস্ত এলাকার বাইরে' রয়েছেন। নিরাপদে থাকলে আপনি 'I am safe'-এ ক্লিক করবেন। এর পরই আপনার আপডেট-সহ নোটিফিকেশন এবং নিউজ ফিড জেনারেট হবে। আপনার বন্ধুরাও আপনাকে 'নিরাপদ' হিসেবে মার্ক করতে পারবেন।
বিপর্যয়স্থলে আপনার কোনও বন্ধু আটকে গেলে এবং সেখানে যদি সেই টুল সক্রিয় থাকে, তা হলেও বন্ধুদের সম্পর্কে জানতে পারবেন আপনি। তখন, যে বন্ধুরা নিজেদের 'নিরাপদ' হিসেবে মার্ক করবেন, তাঁদের কাছ থেকে নোটিফিকেশন পাবেন। এই নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সেফটি চেক বুকমার্কে গিয়ে পৌঁছবেন। সেখানে আপনি সমস্ত আপডেটের লিস্ট দেখতে পাবেন।
ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জাপানে এই ফিচার ইন্ট্রোডিউস করেন। জাপান-- সেই দেশ যে এখনও ২০১১-র সুনামির ক্ষতচিহ্ন বহন করছে এবং ধীরে ধীরে সেড়ে উঠছে। সেই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জাপানের ১২.৫ মিলিয়ন লোক। এর পরই ফেসবুকের জাপানি ইঞ্জিনিয়ররা এমন একটি মেসেজ বোর্ড তৈরির সিদ্ধান্ত নেন, যা বিপর্যয়ের সময় অন্যের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।
ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট নাওমি গ্লেইট জানিয়েছেন, 'আমাদের ইঞ্জিনিয়ররা এমন একটি ফিচার তৈরির দিকে প্রথম পদক্ষেপ করেন, যা বিপত্তির সময় একে-অপরকে তাদের সম্পর্কে আপডেট দেবে। তাঁরা ডিজঅ্যাস্টর মেসেজ বোর্ড তৈরি করেন, যার সাহায্যে অন্যের সঙ্গে কমিউনিকেশন রাখা সহজ হবে।'
পরীক্ষামূলক ভাবে এই টুলটি সাফল্য অর্জন করেছে। অ্যান্ড্রয়েড, iOS, ফিচার ফোন এবং ডেস্কটপ ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। -টাইমস
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস