সাড়ে ৩ হাজার ফুট উচ্চতায় রহস্যজনক ‘উড়ন্ত মানুষ’!
এক্সক্লুসিভ ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও ঘটনা তা-ই, সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় এক রহস্যজনক উড়ন্ত মানুষকে হঠাৎ আবিষ্কার করলেন এক যাত্রীবাহী বিমানের পাইলটরা।
রহস্যজনক সেই উড়ন্ত মানুষ চেজশ্যায়রের ওপর দিয়ে উড়ছিল। বিমানক্ষেত্রের বিশেষজ্ঞরা সেই মানুষকে ম্যাকেলসফিল্ডের সুপারম্যান হিসেবে চিহ্নিত করেছেন।
এয়ারবাস ৩২০-এর বিমান চালকরা যখন ম্যানচেস্টার বিমানবন্দরে তাদের বিমানটি ল্যান্ড করা ছিল ঠিক তখনই তাদের নজরে পড়ে রহস্যজনক মানুষটির।
প্রথম যখন বিমানচালকদের নজরে ওই মানুষটি পড়েন তখন তারা ভেবেছিলেন, খুব সম্ভবত একজন প্যারাগ্লাইডার। কিন্তু তারপরই ক্যানোপিটা দেখতে পান না বিমানচালকরা।
ব্রিটিশ হ্যাং গ্লাইডিং এবং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের তরফে বিশেষজ্ঞরা জানায়, ওই সময়ের আবহাওয়া মোটেই কারোর জন্য এত উচ্চতায় উড়ার অনুকূল ছিল না।
সবচেয়ে অদ্ভুত ঘটনা, সেই রহস্যজনক উড়ন্ত মানুষকে র্যাডারেও দেখতে পাওয়া যায়নি। অবশেষে বিশেষজ্ঞদের তরফে জানানো হয়, রহস্যজনক উড়ন্ত মানুষটি আসলে কি তা কেউই বুঝতে পারছিলেন না।
সেটা খুবই দুর্ভাগ্যজনক। এ থেকেই রয়ে যায় রহস্য। সেই মানুষটি কি সত্যিই সুপারম্যান নাকি অশরীরী কিছু তা নিয়ে রীতিমত ঘুরপাক খেতে থাকেন তারা।
২৩ সেপ্টেম্বর,২০২৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম