বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৮:৫৮:৫৬

ফেসবুকের ব্যাপক চমক, ছবি বুঝতে পারবে অন্ধরাও

ফেসবুকের ব্যাপক চমক, ছবি বুঝতে পারবে অন্ধরাও

এক্সক্লুসিভ ডেস্ক : এবার ব্যাপক চমক সৃষ্টি করলো বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার তারা চমক হিসেবে ফেসবুকে সত্যি অভাবনীয় একটি ফিচার যুক্ত করেছে। এর ফলে অন্ধরাও এখন থেকে ফেসবুকে পোষ্ট করা ছবি অনুভব করতে পারবে।

ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের ছবিগুলোর ওপর স্ক্রল করার সময় অন্ধরাও তা বুঝতে পারবেন। মূলত ভয়েসওভার নামে একটি অ্যাপ ছবিগুলোর বর্ণনা জানিয়ে দেবে, যা ব্যবহার করে অন্ধরাও কোনো ছবির বিষয়বস্তু জানতে পারবেন।

মঙ্গলবার ফেসবুক আইফোন ও আইপ্যাডের জন্য একটি অ্যাপ উন্মোচন করা হয়। এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে মুখ ও বস্তু নির্ণয় করা হবে। ভয়েসওভার নামে এ স্ক্রিন রিডার আইফোন ও আইপ্যাডে ফেসবুকের ছবিগুলোকে অন্ধদের বোধগম্য করতে সহায়তা করবে।

ফেসবুক থেকে জানানো হয়েছে, বর্তমানে এ সুবিধা শুধু আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা পেলেও পরবর্তীতে অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বর্তমানে শুধু ইংরেজি ভাষাতেই এ সুবিধা পাওয়া যাবে।

এর আগ পর্যন্ত ফেসবুকে অন্ধদের জন্য বিস্তারিত পড়ে শোনানোর ব্যবস্থা ছিল্ তবে তাতে কেউ ছবি শেয়ার করলে তার কোনো বর্ণনা পাওয়া যেত না। এবার নতুন ব্যবস্থায় ফেসবুকের এ ছবিগুলোর বর্ণনা পাওয়া যাবে।

নতুন ব্যবস্থায় ১০০ শব্দ পর্যন্ত ছবির বর্ণনা করা হবে। এ বর্ণনা শুনে ছবিটির বিষয়ে ধারণা লাভ করতে পারবেন অন্ধরা। যেমন ‘তিনজন মানুষ ঘরের বাইরে হাসিমুখে ছবি তুলেছেন। তাদের হাতে পানীয়ের গ্লাস রয়েছে বা একটি পিৎজা রয়েছে......’। ফেসবুক এ ছবির বর্ণনার বিষয়ে খুবই সতর্ক। এতে যেন ভুল না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুক জানিয়েছে, বিশ্বের ৩০০ মিলিয়ন মানুষ অন্ধ কিংবা আংশিকভাবে দেখতে পান না। তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা নিয়ে আসতেই এ ব্যবস্থা করা হয়েছে। ফেসবুক ও ফেসবুকের মালিকানাধীন অন্যান্য মেসেঞ্জার ও অ্যাপে প্রতিদিন গড়ে দুই বিলিয়নের বেশি ছবি পোস্ট করা হয়।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে