বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৩:০৭

এভারেস্ট জয় করল ৫ বছরের শিশু!

এভারেস্ট জয় করল ৫ বছরের শিশু!

এক্সক্লুসিভ ডেস্ক : ঘটনাটি অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু ঘটেছে তা-ই। ভারতের নয়াদিল্লির পাঁচ বছরের এক শিশু জয় করেছে এভারেস্ট।

শিশুটির নাম হারশিত সওমিত্র। ক্লাস ওয়ানের ছাত্র। এভারেস্ট জয় করার দাবি করেছে সে।

এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

এতে জানানো হয়, হারশিত গত শুক্রবার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে বলে দাবি করে। তবে হারশিতের সাথে তার বাবাও ছিলেন।

কিন্তু গত কয়েকদিন ধরেই নেপালের হিমাচল প্রদেশে তুষার ঝড় হচ্ছে। এ অবস্থায় কি করে এতো ছোট বাচ্চা এভারেস্ট জয় করল এমন প্রশ্ন অনেকের।

অবশ্য এর জবাব দিয়েছেন হারশিতের বাবা রাজিব সওমিত্র। তিনি দাবি করেন, ওই সময় হারশিত তার সাথে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩৭১ মিটার উচ্চতায় ফ্রেচি গ্রামে আশ্রয় নিয়েছিল।

তখন তারা হতাশ ছিল, শেষমেষ এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে পারবেন তো। দুইদিন পরই যখন আকাশ পরিস্কার হয়ে যায় বাবা-ছেলে তখন গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরে। এক সময় পৌঁছে যায় লক্ষ্যে।

হারশিত সংবাদ মাধ্যমকে জানায়, এভারেস্ট জয় করতে পেরে আমি খুব খুশি। সেখানে পৌঁছে দেশের পতাকা মেলে ধরেছি। হারশিত শুধু এভারেস্টই নয় এর পাশে কালাপাথর চূড়াও জয় করেছে।

এর আগে ২০১২ সালে ভারতের সাত বছর বয়সী আরিয়ান বালাজি এভারেস্ট ও কালাপাথর জয় করে।

হারশিতের পরিবার গিনেস ওয়াল্ড রেকর্ডস ও লিমকা বুক অব ওয়াল্ড রেকর্ডসে এ অর্জন প্রমাণাদিসহ রেজির্স্টার করার পরিকল্পনা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে হারশিতই হবে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ এভারেস্ট জয়ী।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে