বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৪:০৫

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের বেঁচে থাকাকে আরো একটু সহজ করার জন্যই মুলত নির্মাণ করা রাস্তা। কিন্তু এই রাস্তাই কখনো কখনো এতোটা ভয়ঙ্কর যে পা ফসকালেই নিশ্চিত মৃত্যু! হ্যাঁ, পাঠক আজ বলব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাটির কথা, যে রাস্তায় প্রতিমুহূর্তে জন্য অপেক্ষা করে মৃত্যুঝুঁকি। বিখ্যাত রাস্তাটি স্পেনের মালাজা প্রদেশের এল কোরো আলোরা পাহাড়ের শরীরে অবস্থিত।

পথচারীদের জন্য আগামী বছরের শুরুর দিকেই উন্মুক্ত করে দেয়া হবে এই রাস্তাটি। দীর্ঘদিন ধরেই রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। শুধু বিশেষায়িত কিছু প্রকৌশলীই এই পথটি ব্যবহার করতে পারতেন। পাহাড়ের নামে রাস্তাটির নামকরণ হলেও, বর্তমানে রাস্তাটির নামেই পাহাড়টিকে মানুষ চেনে। পাহাড়টির নাম বাংলায় করলে দাড়ায় ‘রাজার হাটার জায়গা’।

সাহিত্যের ছলে হোক আর শব্দের মারপ্যাচেই হোক রাস্তাটি যে আসলেই রাজার হাটার জায়গা তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই রাস্তায় হাটতে গেলে যেমন চাই দুর্দান্ত সাহস, তেমনি চাই মানসিক শক্তি। যাদের হৃদযন্ত্র অল্পতেই কহিল হয়ে যায় তাদের জন্য এই রাস্তা নয়।

সম্প্রতি প্রকৌশলীরা রাস্তাটির একাংশের সংস্কার কাজ শেষ করেছেন এবং এ সম্পর্কিত একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়েছে।

১৯৯৯ সালে এই রাস্তাটি বন্ধ করে দেয়ার পর এবারই প্রথম বিশ্ববাসী রাস্তাটিতে নতুন করে দেখার সুযোগ পেয়েছে। আগের ফুটপাথে রাস্তার পাশে ধরার মতো কোনো কিছু ছিল না। কিন্তু প্রকৌশলীরা বর্তমান রাস্তায় চিকন লোহার দড়ির ব্যবস্থা করেছেন, যা ধরে যেকেউ সহজেই পাড়ি দিতে পারবেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর এই পথটি।

তবে যারা এতক্ষনে মনে মনে ভাবছেন যে পথটি খুলে দিলেই পর্যটকদের বন্যা বয়ে যাবে এবং স্থানীয় সরকারের দু-পয়সা আয় হবে, সে আশায় গুড়েবালি। কারণ শুধুমাত্র আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মাঝামাঝি এই পথটি মাত্র তিন মাসের জন্য পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে