বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৪:১৩

হিংস্র সিংহকে যেভাবে জড়িয়ে ধরল মানুষ

হিংস্র সিংহকে যেভাবে জড়িয়ে ধরল মানুষ

এক্সক্লসিভ ডেস্ক : এখন পৃথিবীতে সিংহকে ভয় পান না, এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। এমনকি খাঁচায় আটকে থাকা কোনো সিংহের গর্জন শুনলেও দুর থেকে হার্টবিট বেড়ে যায় অনেকেে।

তবে ভ্যালেন্টিন গ্রুনার সেই ধাতুতে গড়া লোক নন। তাই তো তিনি শান্তভাবেই খুলে দিলেন গর্জনরত এক সিংহীর খাঁচার দরজা।

ভাবছেন এরপর সিংহী এসে তার ঘাড় মটকে দিল? মোটেই না। বরং খাঁচার দরজা খোলার সঙ্গে সঙ্গেই সিরগা নামের ওই সিংহী এসে জড়িয়ে ধরলো গ্রুনারকে। ঠিক যেভাবে একটি আদুরে বেড়াল মনিবকে জড়িয়ে ধরে।

বতসোয়ানার মাউন শহরের কাছে মোদিসা বন্যপ্রাণী প্রকল্পে ঘটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন পর্যটক জন হাউকিনস।

জন হাউকিনসের মুখেই জানা গেল গ্রুনার ও সিরগার কাহিনী। গ্রুনার একজন পরিবেশবিদ। মূলত জন্মের পর থেকেই সিরগাকে বড় করছেন তিনি। তাই ছোট শিশুর মতোই গ্রুনারের সঙ্গে খেলায় মেতে উঠতে চায় সিরগা। তার মনেই থাকে না এখন আর ছোট্টটি নেই সে। গ্রুনারও ছোটবেলার মতোই সিরগাকে বুকে টেনে নেন। সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে