বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৯:০৮

নারীরা বিনয়ী বনে যান যা করলে

নারীরা বিনয়ী বনে যান যা করলে

এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণত আমাদের প্রত্যেকেরই ধারণা তার কাজটি খুব কঠিন কাজ। নিজের কাজের প্রতি সবারই একটা ধারণা থাকে যে, এটা কোনো সহজ কাজ নয়। আর এ বিষয়টি ব্যবহার করেই আপনি বনে যেতে পারেন বিনয়ী। সম্প্রতি লেখক ও প্রোগ্রামার পল ফোর্ড বিষয়টি এক মিডিয়াম পোস্টে প্রকাশ করেছেন।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। ইনসাইডার আরো জানায় আর কোনো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পর তার কাজের কথা শুনে আপনি যদি বলেন, ‘বাপরে। এটা খুবই কঠিন বলে মনে হচ্ছে।’
এমন মন্তব্য করলে স্বভাবতই অপর পক্ষ আপনার বিনয়ে অভিভূত হবে। কারণ প্রত্যেকেই তার কাজের স্বীকৃতি চায়।

এ পদ্ধতি প্রসঙ্গে ফোর্ড জানান, এটি অনেকটা সহানুভূতি তৈরির মতো বিষয়। খুব সাধারণ হলেও এটি যথেষ্ট কার্যকর একটি বাক্য। ফোর্ড বলেন, ‘আমি একবার পার্টিতে এক নারীর সঙ্গে আলাপ করি। তার কাজ ছিল সেলিব্রিটিদের হ্যারি উইনস্টন-এর গহনা পরতে সাহায্য করা। আমি অন্যকিছু না বলে তাকে জানাই তার কাজটি খুবই কঠিন বলে মনে হচ্ছে আমার।

এতে কাজ হয় ম্যাজিকের মতো। সে উজ্জ্বল চোখে আমার দিকে তাকায়। এরপর রতœ ও জেসিকা সিম্পসন নিয়ে ৩০ মিনিট আলোচনা হয় আমাদের।’ কারো প্রতি সহানুভূতি প্রকাশ করলে তা সাধারণত আন্তরিকভাবেই নেওয়া হয়। আর এ বিষয়টি অত্যন্ত ভালো কাজ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে