শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৪:২৫:১০

ঘূর্ণিঝড় ক্যামেরাবন্দি, কিন্তু বাঁচল না স্ত্রী

ঘূর্ণিঝড় ক্যামেরাবন্দি, কিন্তু বাঁচল না স্ত্রী

এক্সক্লুসিভ ডেস্ক : তার খুব নেশা ক্যামেরাবন্দি করবেন ঘূর্ণিঝড়। তাই সে নেশায় বুঁদ হয়ে ক্যামেরাবন্দি করতে গিয়ে নিজের স্ত্রীকেই হারিয়েছিলেন আমেরিকার ইলিনোইস-এর বাসিন্দা ক্লারেন্স সুলৎজ।

জানা গেছে, ক্লারেন্স সুলৎজ ফেয়ারডালে-তে তার বাড়ির কাছে ২০১৫ সালের এপ্রিল মাসে খুব কাছে চলে এসেছিল ইএফ-ফোর মাত্রার একটি ‘ঘূর্ণিঝড়’। আর তাতেই মজেছিলেন তিনি।

সেদিন দুরন্ত গতিতে ছুটে আসা সেই ‘ঘূর্ণিঝড়’-এর ছবি ক্যামেরাবন্দি করতে বুঁদ হয়ে পড়েছিলেন ক্লারেন্স। খেয়াল ছিল না ঝড় তার কত কাছে চলে এসেছে। মুহূর্তের মধ্যে ‘ঘূর্ণিঝড়’-এ তছনছ ক্লারেন্সর ঘরবাড়ি। মাটিতে মিশে গিয়েছিল তাদের এলাকার অধিকাংশ বাড়ি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় ক্লারেন্সকে উদ্ধার করা হয়। কিন্তু, তার স্ত্রীকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি।

বছরখানেক আগে ক্যামেরাবন্দি ‘ঘূর্ণিঝড়়’-এর এই ছবি সম্প্রতি প্রকাশ করেছেন ক্লারেন্স। জলবায়ু নিয়ে কাজ করছেন এমন একদল গবেষণাকারীর হাতে এই ভিডিও তুলে দিয়েছেন।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে