শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৫:৩২:৫১

মাত্র ৬৮ টাকায় আইফোন, শেষ পর্যন্ত পাচ্ছেন ক্রেতা!

মাত্র ৬৮ টাকায় আইফোন, শেষ পর্যন্ত পাচ্ছেন ক্রেতা!

এক্সক্লুসিভ ডেস্ক : সব ঠিক থাকলে তিনি মাত্র ৬৮ টাকা দামে আইফোন পাবেন।  বিশ্বের বোধহয় আর কেউ এত সস্তায় আইফোন কেনেননি।  স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।  

এমন দামেই আইফোন বুক করেছেন ভারতের নিখিল বনশন নামে ওই যুবক।
প্রথমে সব ঠিক থাকলেও পরে ফোন দিতে অস্বীকার করে ই-কমার্স সংস্থা স্ন্যাপডিল।  এরপর সুরক্ষা দফতরের দ্বারস্থ হন নিখিল।

সেই থেকে চলছে মামলা।  আগামী ৩ মে ফের শুনানি হবে।  তবে সুরক্ষা দফতর রয়েছে নিখিলের পক্ষেই।

পাঞ্জাবের সাঙ্গরুরের বাসিন্দা নিখিল।  ২০১৪ সালে এ মামলা শুরু।  নিখিল তখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী।  তার অন্যান্য বন্ধুদের মতই সেও অনলাইন শপিং-এর ভক্ত।  

ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে সে একদিন পেয়ে যায় এ লোভনীয় অফার।  ৬৮ টাকায় আইফোন।  ৪৬,৬৫১ টাকা ডিসকাউন্ট।  বিশ্বাস হচ্ছিল না প্রথমটায়। শেষমেশ সে অর্ডার দিয়ে দেয়।  

কনফার্মেশন মেসেজও আসে স্ন্যাপডিলের তরফে।  কিন্তু পরে ই-মেইলে জানানো হয়, ওই প্রোডাক্ট দেয়া যাবে না, কারণ এতে টেকনিক্যাল সমস্যা আছে।  এরপর থেকেই চলছে মামলা।  সূত্র : কলকাতা২৪
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে