এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনে সহজে টাইপ করার জন্য মাইক্রোসফট কোম্পানি কি-বোর্ড বানিয়েছে। এ কি-বোর্ডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এটি উইন্ডোজ ফোন, আইওএস, অ্যান্ড্রয়েড প্রতিটি প্লাটফর্মে কাজ করবে।
মার্কিন এ সফটওয়্যার জায়ান্টটি আগে সাধারণত তাদের ডিভাইস ছাড়া অন্য ব্র্যান্ডের ডিভাইসে সমর্থনযোগ্য পণ্য তৈরি করেনি। বাজার ধরতে নিজেদের নীতিতে পরিবর্তন আনল প্রতিষ্ঠানটি।
বুধবার মাইক্রোসফট ইউনিভার্সাল মোবাইল কি-বোর্ড নামে এটি বাজারে আনার ঘোষণা করে। এটি দেখতে সাধারণ কম্পিউটারের কি-বোর্ডের মতোই। তবে মাত্র ১০ মিলিমিটার পাতলা।
কি-বোর্ডটিতে রয়েছে রিচার্জেবল ব্যাটারি যা একবার ফুল চার্জ দিলে টানা ছয় মাস ব্যবহার করা যাবে। এ ছাড়া মাত্র ১০ মিনিটের চার্জে সারাদিন ব্যবহার করা যায় কি-বোর্ডটি।
আগামী অক্টোবর থেকে এটি বাজারে পাওয়া যাবে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯.৯৫ ডলার।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/