শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৫:৪৮:৪৬

যা করে বিশ্ব রেকর্ড করল সুপারস্টার কুকুরটি!

যা করে বিশ্ব রেকর্ড করল সুপারস্টার কুকুরটি!

এক্সক্লুসিভ ডেস্ক : কুকুরের বিশ্ব রেকর্ড, দক্ষতায় সুপারস্টার! কাণ্ড শুনলে চমকে যাবেন।  জাপানের পুরিন নামের একটি কুকুরছানা বড় আকৃতির একটি বলের ওপর দৌড়ে বিশ্ব রেকর্ড করেছে।  তাও আবার একবার নয়, আগের রেকর্ড ভেঙে এবারো চ্যাম্পিয়ন।

এ বছরের মার্চ মাসে জাপানের ‘জাতীয় কুকুরছানা দিবস’ উপলক্ষে মাত্র ১১.৯ সেকেন্ডে বলের ওপর দৌড়ে ১০ মিটার পথ অতিক্রম করে কুকুরছানাটি।  এতে দ্বিতীয়বারের মত ‘গিনেস ওর্য়াল্ড রেকর্ড’ খেতাব অর্জন করে উচ্চ দক্ষতাসম্পন্ন কুকুরছানাটি।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে কুকুর হিসাবে গোলকিপিংয়ে দক্ষতা দেখিয়ে গিনেস বুকে প্রথমবারের মত নাম লেখায় পুরিন।  মাত্র ১ মিনিটে ১৪টি ছোট আকৃতির ফুটবল হস্তবন্দি করে আগের রেকর্ড ভেঙে দেয় ৯ বছরের এই কুকুরছানা।

এ বিষয়ে ‘গিনেস ওর্য়াল্ড রেকর্ড’-এর প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, পুরিন তার নিজের দক্ষতায় সুপারস্টার।  তার অবদানেই দু’বার বিশ্ব রেকর্ড অর্জন করতে পেরেছে।  

জাস্টিন বিবারকে রঙ্গ করে ক্রেইগ বলেন, বিশ্বে জাস্টিন বিবার সবচেয়ে কনিষ্ঠ তারকা হিসেবে ৫ বার রেকর্ড করলেও কি এই বলের ওপর ১০ মিটার দৌড়াতে পারবে? সেদিক থেকে কিন্তু পুরিন একধাপ এগিয়ে।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে