শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৭:১৬:২৬

ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিলেন জুকারবার্গ

ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিলেন জুকারবার্গ

এক্সক্লুসিভ ডেস্ক : এবার নতুন বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মাত্রই তার সঙ্গে ফেসবুকে চ্যাটিং করা শুরু করে দিতে পারবেন! কি, আশ্চর্য লাগছে তো? ভাবছেন ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়েই এটা কী করে সম্ভব? কিন্তু আজ থেকে আপনারা এই সুবিধাও পেতে চলেছেন ফেসবুকে।

বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। কোটি কোটি মানুষের বসবাস এই ফেসবুকে। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, চেনা পরিচিতদের সঙ্গে যোগাযোগ করার অন্যতম জায়গা এটি। তাই ফেসবুককেও নতুন নতুন ফিচার্স দিয়ে রোজ সাজিয়ে তুলছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এবার আরো একটি নতুন ফিচার্স নিয়ে এলেন তিনি। যেখানে আপনি সদ্য পরিচিত যে কোনো কারো সঙ্গেই তৎক্ষণাৎ কনভারসেশন শুরু করে দিতে পারবেন ফেসবুকে।

ফেসবুকের 'মেসেঞ্জার কোড'-এর মাধ্যমে আপনি নতুন পরিচয় হওয়া বন্ধুর সঙ্গে তখনই কথা বলা শুরু করে দিতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র দেওয়া ইউনিক কোডটিকে স্ক্যান করতে হবে। ব্যাস তাহলেই আপনি নতুন বন্ধুর সঙ্গে চ্যাটিং শুরু করে দিতে পারবেন। আজ থেকেই ফেসবুকের এই নতুন ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে