আজব গরু দেখতে পাঁচ টাকা!
যশোর : সৃষ্টির কত লিলাখেলা। এমন লিলাখেলা তিনিই জানেন যিনি তাকে সৃষ্টি করেছেন। ঠিক যেনো আরেকটি গরুর অবয়ব।
গরুটির পিঠের ওপরে সংযুক্ত রয়েছে দুটি পা ও একটি লেজ। যেন একের ভেতর দুই। গরুটি দেখতে কৌতূহলী মানুষ প্রতিদিনই ভিড় করছে গরুর মালিকের বাড়িতে।
তবে বিনা খরচায় নয়, গরুটি দেখতে লাগে ৫ টাকা। তারপরও একনজর দেখার ইচ্ছা অতি উৎসাহী মানুষের।
যশোরের কেশবপুরে গরুটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। কেশবপুরের জনৈক আব্দুল আজিজ বেপারী প্রতিদিন গরুটি প্রদর্শন করে উপার্জন করছেন টাকা।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম