রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ১০:২৫:২০

মৃত ছেলের হৃদয়ের স্পন্দন শুনে কাঁদলেন মা

মৃত ছেলের হৃদয়ের স্পন্দন শুনে কাঁদলেন মা

এক্সক্লুসিভ ডেস্ক : আমেরিকার নর্থ ডাকোটার হোরাসের বাসিন্দা সোয়ানসন পরিবারের ১৮ বছরের ছেলে লেভি সুলৎজ ৪ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। কিন্তু কোনওভাবেই এটা মানতে পারেননি মা লিজা সোয়ানসন।

লেভি-র মৃত্যুর ৩ দিনের মাথায় তার হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করা হয় টেরি হুপার নামে এক ব্যক্তির শরীরে। কারণ সে সময় হুপার হৃদযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন। তার হৃদযন্ত্র প্রতিস্থাপন করাটা জরুরি হয়ে পড়েছিল। লিজা হাসপাতাল সূত্রেই জানতে পেরেছিলেন হুপারের কথা। সম্মতি দিয়েছিলেন লেভির হৃদযন্ত্র হুপারের শরীরে বসানোর জন্য।

শুক্রবার লিজাকে নিয়ে যাওয়া হয় নেবাস্কা মেডিক্যাল সেন্টারে। হৃদযন্ত্রের চেক-আপ-এর জন্য হুপারকে সেখানেই আনা হয়েছিল। আল্ট্রা সাউন্ডে লিজাকে তাঁর মৃত ছেলে লেভির হৃদযন্ত্রের স্পন্দন শোনানো হয়। আবেগ ধরে রাখতে পারেননি সন্তান হারানো মা লিজা। হুপারকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। লিজার অপর সন্তান লেভি-র ভাইকেও শোনানো

হয় সেই হৃদ স্পন্দন। মা-এর মতোই কান্নায় ভেঙে পড়েন লেভির ভাই শেলবিও। লিজা পরে জানান, অকালে সন্তানকে হারানো ভীষণই বেদনার, কিন্তু, লেভির হৃদযন্ত্রে বেঁচে আছে হুপার, এটাও তাঁর কাছে এক সুখদায়ক অনুভূতি। মা-এর মন এমনই হয়। লিজা সেটা বেশি করে এখন হয়তো অনুভব করছেন।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে