বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৫:২৯

সুখী দম্পতির যা দেখা ও করা ভাল

সুখী দম্পতির যা দেখা ও করা ভাল

এক্সক্লুসভি ডেস্ক : একবার ভেবে দেখা ভাল অফিস, রান্না, বাচ্চা সামলানো সহ সারাদিনের কঠর পরিশ্রমের পর রাতের নরম বিছানা, উষ্ণতা দেয় না৷ মহিলা হোক বা পুরুষ আজকের দিনে উভয়ের ব্যস্ততা চরমে। সারাদিনের ক্লান্তিতে রাতের সুখ প্রায় মাঠে মারা যায় যায় অবস্থা।

ফলে পর্ন ভিডিওর প্রতি ঝোঁক এবং পছন্দ দু’টোই বাড়ছে। আসলে পর্ন ভিডিও তাদের কাছে একটা লিগ্যাল আউটলেট ‘সেক্সুয়াল ফ্যান্টাসি’ পূরনের জন্য। অনেক সময় আবার যৌনতায় একঘেয়েমি কাটাতে স্বামী-স্ত্রী একসঙ্গে পর্ন দেখেন৷

কিন্তু পর্ন ভিডিও দেখা ভাল না খারাপ? যারা পর্ন দেখেন তারা কি অপরাধ করছেন ? ওপরের দুঁটো ঘটনাকে দেখলে বুঝতে পারবেন পর্নগ্রাফি দেখা কিন্তু মাঝে মাঝে ক্যাটালিস্টের কাজ করে পার্টনারদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়ানোর জন্য৷ যারা পর্ন দেখেন তারা কি তাহলে ‘পর্ন অ্যাডিক্ট’? ক্লিনিকাল সাইকোলজিস্টদের মতে ‘পর্ন অ্যাডিক্ট’ বলে কিন্তু কোনও অসুখ হয় না৷

এটা সম্পূর্ণ মনের ব্যপার। অকারনে পর্ণ দেখা মানে তা আশালীনতায় পৌছায়। সব কাজ ফেলে সব সময় একই ছবি দেখার ইচ্ছা একেবারেই স্বাভাবিক নয়৷ অনেকসময় স্বামী ঘন ঘন এইসব ছবি দেখলে স্ত্রী হীনমন্যতায় ভোগেন৷

তাই বুঝতেই পারছেন পর্ন দেখার কিছু ভাল দিক থাকলেও আছে খারাপ দিকও৷ তাই অবশ্যই আগে জেনে নিন আপনার পার্টনার এটা পছন্দ করছেন কি না৷ বা তার কাছে আপনার ইমেজ নষ্ট হচ্ছে কি না৷ নইলে এই  উপভোগ পরে আপনার কাছেই মহাবিপদের কারণ হতে পারে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে