রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৩:২৯:৫৭

প্রেমের মরা জলে ডুবে না

প্রেমের মরা জলে ডুবে না

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেম চিরন্তন, প্রেম শাশ্বত। প্রেম এমনই এক বন্ধন যা অনেকটা বিনিসূতোয় বাঁধা। চাইলেও ছেড়া যায় না। আর তাই তো ৭২ বছর অপেক্ষার পর প্রেমিক পেলেন প্রেমিকাকে। আর এ ঘটনাটি সম্ভবত পৃথিবেতে বিরল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ ১৯৪৪ সালে থমাস রয় ভিকারম্যান সবে ২১ বছরের যুবক। তখন তিনি প্রেমে পড়েছিলেন সপ্তদশী নোরা মরিস জ্যাকসনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থমাস মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। সেসময় তিনি গিয়েছিলেন লন্ডনে। আর সেখানেই ছিল মরিসের বাস। সেখানেই তাদের পরিচয় এবং প্রেম।

কিন্তু বিধি বাম! যে যুদ্ধের অংশ নিতে গিয়ে তাদের প্রেম, সেই যুদ্ধই আবার তাদের দূরে সরিয়ে দেয়। হারিয়ে যায় দু’জন দু’দিকে। তবে ৭২ বছর পর আবার দুইজন একসাথে হয়েছেন। ভাবছেন গল্পকথা! না, এ কোন গল্পে নয়। এটা বাস্তবতা। সে সময় তাদের প্রেম পরিণতি না পেলেও সেদিনের সেই ২১ বছরের থামস ৯৩ বছর বয়সে এসে খুঁজে পেয়েছেন তার হারিয়ে যাওয়া প্রেমিকা মরিসকে।

জানা গিয়েছে, যুদ্ধ পরবর্তী সময়ে দীর্ঘদিন দূর্ঘটনার শিকার হয়ে মানসিক বৈকল্যে ভুগেছেন রয়। ২০১২ সালে মারা যায় তার স্ত্রী। এই সময়ের মধ্যে নোরাকে ভুলতে পারেননি তিনি। এদিকে অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে বসেই ছেলের কাছে বায়না ধরেন ৮৯ বছরের নোরা। অনলাইনে খোঁজ করতে হবে হারিয়ে যাওয়া প্রেমিকের। খুঁজেও পেয়ে যান। রয়কে খুঁজে পেয়েই তার সঙ্গে দেখা করতে চান নোরা।

এক বছর আগে রয় ভিকারম্যান স্ট্যাফোর্ডশায়ারের হার্টশেল থেকে নোরা জ্যাকসনের বাড়িতে এসে তার দীর্ঘ অনুপস্থিতির কারণে ক্ষমা চেয়েছেন। তিনি ভাড়া করা ট্যাক্সিকে কয়েক মিনিটের জন্য বাইরে অপেক্ষা করতে বলে একগুচ্ছ ফুল নিয়ে নোরার বাড়িতে প্রবেশ করেন।

নোরা জ্যাকসন রয়কে দেখে আনন্দে ফেটে পড়েন। তাকে জড়িয়ে ধরে অব্যক্ত আবেগ প্রকাশ করেন। এরপর এক বছর পর রয়ের ৯০ তম জন্মদিনের অনুষ্ঠানে আবার তারা বিয়ের আলাপ তোলেন ও পুনরায় বাগদান সম্পন্ন করেন। ৭২ বছর আগে তারা একবার বাদগান করেছিলেন।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে