বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৭:৩৫

ফেসবুকে সঙ্গিনীর ওপর নজরদারি কেন?

ফেসবুকে সঙ্গিনীর ওপর নজরদারি কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটু খেয়াল করে দেখুন, পার্টনার আপনার ওপর গোয়েন্দগিরি করছেন কিনা। নতুন এক গবেষণায় জানানো হয়েছে, আধুনিক ছেলে-মেয়েরা ফেসবুকে তাদের পার্টনারের ওপর নজরদারি করে। পাশাপাশি সোশ্যাল সাইটে তাদের বন্ধু তালিকা নিয়েও বেশ গর্ব প্রকাশ করতে পছন্দ করেন।

পেনসিলভানিয়া-ভিত্তিক অলব্রাইট কলেজের এক দল গবেষক তাদের গবেষণায় এসব কথা বলেন। তারা আরো বলেন, যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ তারা একে অন্যের ওয়ালে রোমান্টিক পোস্ট দিতে পছন্দ করেন। একজন প্রেমিক বা প্রেমিকা তার সঙ্গিনী বা সঙ্গীর প্রোফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন।

গবেষণায় বিশেষজ্ঞরা ফেসবুকে বহু জুটির আচরণ বিশ্লেষণ করেন। এ সময় ছেলে-মেয়েদের উদারতা, বুদ্ধি, অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ, সমমনা আচরণ ইত্যাদির ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

আলব্রাইট কলেজের মনোবিজ্ঞানের অ্যাসিস্টেন্ট প্রফেসর গোয়েনডোলিন সিডম্যান বলেন, ছেলে-মেয়েদের ফেসবুকে একে-অপরের ওপর নজরদারির এই প্রবণতা তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবের পরিচয় বহন করে। বেশিরভাগ ছেলে-মেয়ের মধ্যে এই প্রবণতা দেখা যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে