বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৮:১৩

প্রাণঘাতী অভিশপ্ত ফোন নম্বর

এক্সক্লুসিভ ডেস্ক : অভিশপ্ত ফোন নম্বর ব্যবহারকারীদের প্রায় সবারই অপঘাতে মৃত্যু হয়েছে। এমন কথা বিশ্বাস করা আধুনিক যুগে কুসংস্কার বলেই মনে হবে।

অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা ওই বস্তুর ওপর এমন সংস্কার আরোপ করা অনেকটা যৌক্তিক হয়ে যায়। এমন উদাহরণ আছে হীরা, বাড়ি, গাড়ি, ঘড়ির মত অনেক বস্তুর বেলায়।

এমনি একটি অভিশপ্ত জিনিস যা কোনো বস্তু নয়, একটা সংখ্যা। একটা টেলিফোন নম্বর: +৩৫৯ ৮৮৮ ৮৮৮ ৮৮৮। এই নম্বর ব্যবহারকারীদের প্রায় সবারই অপঘাতে মৃত্যু হয়েছে। অগত্যা বিশের দশকে নম্বরটি বন্ধ করে দেয়া হয়।

এই নম্বরের শিকার হয়েছেন নামকরা সব ব্যক্তি। এর মধ্যে অন্যতম বুলগেরিয়ার একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইওি)। মাত্র ৪৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আর কুখ্যাতদের মধ্যে রয়েছে এক মাফিয়া বস ও কোকেন চোরাকারবারি এজেন্ট। এদের দু’জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

এ ঘটনার পরই ফোন নম্বরটি সাময়িক বন্ধ করে দেয়া হয়। অবশ্য নম্বর বন্ধ করে দেয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি কোম্পানি কর্তৃপক্ষ। সূত্র : ইন্টারনেট
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে