৮০ লাখ টাকার বিড়াল!
এক্সক্লুসিভ ডেস্ক : দশটা বিড়ালের মতোই এটি। বিড়ালটির দাম আকাশচুম্বী। অবিশ্বাস্য মনে হলেও বিক্রি হয়েছে সে দামেই। ফ্রান ও মাইকেল পারসিভাল দম্পতির পোষা বিড়াল টিফানি।
হঠাৎ করেই সংবাদের শিরনামে হয়ে যায় টিফানি। টিফানি নামের বিড়ালটির দাম ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লাখ।
খবরে প্রকাশ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কাছে গ্লেন আইরিস এলাকার ফ্রান ও মাইকেল পারসিভাল দম্পতি তাদের বাড়ি বিক্রির জন্য নিলামে তোলেন। নিলামে অংশ নেয়া এক ক্রেতার মেয়ে পছন্দ করে ফেলে বিড়ালটিকে।
২.২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ওই বাড়িটি কিনতে রাজি হয়ে যান ওই ক্রেতা। তবে তার জন্য শর্ত জুড়ে দেন বিড়ালটিকে দিয়ে দেবার। সে জন্য তিনি আরো ১ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলার বেশি গুনতেও রাজি।
টিফানির মালিক ফ্রান পারসিভাল জানান, বিড়ালটি বিক্রির প্রস্তাব অনেকটা মজা হিসেবেই দেখেন তারা। তবে তারা ভাবতেই পারেননি টিফানির দাম এতো হতে পারে। বিড়ালটি যেহেতু এই বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবে, তাই প্রস্তাবে রাজি হয়ে যান তারা।
নিলাম প্রতিষ্ঠানের মালিক কুটিনহো বলেন, অস্ট্রেলিয়ায় বাড়ির সঙ্গে পোষা প্রাণী বিক্রির ক্ষেত্রে এটি একটি রেকর্ড। এতে বিশ্ব রেকর্ডও সৃষ্টি করতে পারে। সূত্র : ইন্টারনেট
২৩ সেপ্টেম্বর, র২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এমআর