বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩০:১২

পেটের ভেতর জ্যান্ত মাকড়সা

পেটের ভেতর জ্যান্ত মাকড়সা

এক্সক্লুসিভ ডেস্ক :  বিষয়টি অবাক করার মত মনে হলেও সত্য। তিনদিন পর পেটের ভেতর থেকে উদ্ধার হলো জ্যান্ত মাকড়শা৷ এ অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে এক অস্ট্রেলীয় ব্যক্তির ক্ষেত্রে।

ডাইলেন ম্যাক্সওয়েল নামের ওই ব্যক্তি ছুটি কাটাতে মালয়েশিয়া গিয়েছিলেন৷ সমুদ্রতটে রোদ পোয়ানোর সময় তাকে একটি মাকড়সা কামড় দেয়৷

এ ঘটনার পরের দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে তার শরীরের ভেতর রয়েছে এক গভীর ক্ষতচিহ্ন৷

নাভি থেকে বুক পর্যন্ত ছড়িয়েছে ক্ষতটি৷ এরপর ডাক্তার ওই ব্যক্তির শরীরে অস্ত্রোপচার করলে উদ্ধার হয় জ্যান্ত মাকড়সাটি৷

ওই হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, মাকড়সাটি তিনদিন ধরে ওই ব্যক্তির পেটের ভেতরেই ছিল৷ কিন্তু পেটের ভেতর মাকড়সাটি কিভাবে বেঁচে থাকলো তা জানাতে পারেননি তিনি।

বন্ধুরা এখন তার নাম দিয়েছে ‘স্পাইডারম্যান’। রয়টার্স

২৩ সেপ্টেম্বর, ২০১৫ /এমটিনিউজ২৪/এমআর/এসআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে