বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩২:৫৪

শুয়োরের তেলে চলবে বাইক

শুয়োরের তেলে চলবে বাইক

এক্সক্লুসিভ ডেস্ক : যে কোনো বাইক চালাতে প্রয়োজন পেট্রল। কিন্তু মিনিস্তার এক হারমেল ফুড কোম্পানি ও বায়োডিজেল ফার্ম বলছে বাইক চালাতে হলে আর পেট্রোল লাগবে না। শুয়েরোর তেল বা 'ব্যাকন গ্রিস' দিয়েই না-কী চলবে বাইক।

প্রতি গ্যালন ব্যাকন গ্রিস দিয়ে ৭৫ থেকে ১০০ মাইল চলবে বাইক। এক গ্যালন ব্যাকন গ্রিস বা শুয়োরের তেল কিনতে খরচ হবে ৩.৫০ ডলার এমনটাই কোম্পানিগুলোর দাবি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় শুয়োরের তেল দিয়ে চলা মোটর সাইকেল পরীক্ষামূলকভাবে চলছে।

প্রসঙ্গত, এর আগেও এই দুই কোম্পানি শুয়োরের স্বাদের টুথপেস্ট বাজারে এনেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে