বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৬:৩২

রমনীর দায়িত্ব ভাগ করে নিন

রমনীর দায়িত্ব ভাগ করে নিন

এক্সক্লুসিভ ডেস্ক : 'সংসার সুখের হয় রমনীর গুনে' সংসারের তথাকথিত কাজকর্মের ভার সবসময় রমনীদের উপরেই বর্তিত থাকে। সকালের ব্রেকফার্স্ট থেকে শুরু করে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, তার দেখভাল করা, ঘর পরিষ্কার করা, মাসকাবারি বাজার করা, প্রায় সমস্ত কাজই একা হাতে সামলাতে হয়।

এরমধ্যে যদি কোন রমনী চাকুরী করে থাকেন, তাদের ক্ষেত্রে আরও মস্ত বড় চাপ। সংসারের কাজের পাশাপাশি অফিসের কাজের চাপ, সব মিলিয়ে সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটে। এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। উপায় একটা আছে।

সনাতন চিন্তাভাবনার বদল ঘটিয়ে পুরুষরাও যদি বাইরের কাজের ফাঁকে ঘরের কাজে হাত বাড়ান তাহলে সেই সংসার হয়ে উঠবে সোনায় সোহাগা। ছেলেরা রান্না করতে পারে না, বাচ্চার টুকিটাকি দেখভাল করতে পারে না-এই অপবাদ এখন অনেকটা ঘুচেছে।

তাই, ভাল হোমমেকার হতে গেলে, প্রথমে সংসারের দায়িত্বগুলো ভাল করে বুঝে নিন। সাংসারিক প্রত্যাশার ব্যাপারে পার্টনারের সঙ্গে কথা বলুন। রোজ বাজারটা নিজে করুন, সময় হলে বাচ্চাকে স্কুলে ছেড়ে আসতে পারেন, সন্তান আর স্ত্রীর সঙ্গে যতটা সময় পারুন কাটান।

স্ত্রীকে ছোটখাটো সারপ্রাইজ দিন। উনি অফিস থেকে এলে মাঝেমধ্যে এক চা,কফি বা শরবত বানিয়ে দিতে পারেন। আসলে হোমমেকিংয়ের মুলে রয়েছে সঠিক টাইম ম্যানেজমেন্ট। সংসারের কাজ করছেন বলে আপনার হাতে প্রচুর সময়, এতা একদমই ভাববেন না। ভাল স্বামি হতে গেলে কিন্তু এই দায়িত্ব গুলো মাস্ট।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে