এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর দীর্ঘতম এটি৷ বাড়ির থেকে বাইরে বেরোনোর উপায় ছিল না তার৷পথে গেলে এলাকাবাসী ঘিরে ধরত তাকে৷যদি রাস্তা দিয়ে হেঁটে যেতো তবে তো কথায় নেই।
গাড়ি থামিয়ে তার ছবি তোলার জন্য প্রায় লাইন পড়ে যেত। উপরের বাক্যগুলো কোনো তারকার কথা মনে হতে পারে। কিন্তু তা না, অন্য এক তারকা৷এক কুকুর। উচ্চতার জন্য কালো গ্রেট ডেন স্হান করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে৷
তার উচ্চতা সাত ফুট৷ ওজন ৭৫ কেজি৷ কিছুদিন আগে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া৷ নিউইয়র্কের ওটেজগোর বাসিন্দা কেলভিন ডোরলাগেরই আদরের পোষ্য জিয়াস৷
তিনি বলেন, জিয়াস খুব ছোট্ট তখন তাকে এ বাড়িতে নিয়ে আসা হয়৷ তার হাতে ছাড়া খাবার খেত না সে৷ তার ড্রইং রুমে জিয়াসকে বসে থাকতে দেখে অনেক অতিথিই ভিরমি খেয়ে পড়তেন৷
মুখে-চোখে জল দিয়ে ওঠাতে হয়েছে তাদের৷আবার জ্ঞান হারানো অতিথির কাছে এগিয়ে যেত জিয়াস৷তার ঠাণ্ডা নাক ঠেকিয়ে আবার জাগিয়ে তুলত তাকে৷সারাদিন বাড়িতে চলতো তার দাপাদাপি৷
আদরের পোষ্যকে নিয়ে রোজ বিকেলে রাস্তায় বেরোতেন কেলভিন৷ তার হাঁটুর ওপর ভর করে জিয়াস যখন তার মুখ জিভ দিয়ে চাঁটত সেই দৃশ্য ছিল দেখার মতো৷
তার মাথা ছাড়িয়ে যেত জিয়াসের মাথা৷এলাকার ছোটদের কাছেও জিয়াস ছিল খুব প্রিয়৷ জিয়াসের কথা বলতে গিয়ে গলা ধরে এল কেলভিনের৷
কান্নাজড়িত কণ্ঠে বললেন, মাত্র পাঁচ বছর বয়সে চলে গেল৷ আজ ওর খ্যাতিতেই আমাকে চেনে লোকে। তবে সাত ফুট জিায়সের কফিন নিয়ে বেশ চিন্তায় কেলভিন। প্রায় ৯ ফুটের কফিন অর্ডার দিয়ে বানাতে হয়। এলাকার এই তারকার মৃত্যুতে মিছিলে সামিল হয়েছিলেন বহু মানুষ।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/