বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪১:১৭

জিরাফগলা মানুষ

জিরাফগলা মানুষ

এক্সক্লুসিভ ডেস্ক :  চীনা কিশোর। নাম তার ফু উইনগুই। বয়স সবেমাত্র ১৫। বাড়ি তার বেজিংয়ে।  সবার মত তার সবকিছু। কিন্তু গলাটা শুধু জিরাফের মত লম্বা।

লম্বা গলার জন্য ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা। ঠিকমত হাঁটতে খুব অসুবিধা হয়। বেশিক্ষণ পাশে দাঁড়ানো লোকের দিকে চেয়ে থাকাটাও তার জন্য কষ্টকর। কথা বলা, খেতেও সমস্যা হয় তার। সে কারণেই সে এখন হাসপাতালে ভর্তি।

তার বাবা ফু গেনইউ জানান, ওর ঘাড়ে মেরুদণ্ডের অস্থিসন্ধির সংখ্যা ১০। যেখানে সাধারণ মানুষের অস্থিসন্ধির সংখ্যা ৭।

 
৬ বছর বয়সে ফুয়ের শারীরিক অবস্থা পরীক্ষা করার পর কনগেনিটাল স্কোলিসিসের সমস্যা ধরা পড়ে। ফুয়ের এই বিরল অস্ত্রোপচার করার বিপুল খরচ দেবে বেজিংয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা।

ডাক্তাররা জানিয়েছেন, ক'দিনের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের পর দেখা যাবে কি অবস্থা হয় তার। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে