বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪১:১৮

কবর থেকে নাতনিকে ঠাকুমার ফোন!

কবর থেকে নাতনিকে ঠাকুমার ফোন!

এক্সক্লুসিভ ডেস্ক : কবর থেকে মৃত ব্যক্তির ফোন- এমন ঘটনা শুনলে অবাক হওয়ারই কথা। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে লন্ডনে। মৃত কোনো ব্যক্তি এ পর্যন্ত কবর থেকে ফোন করেছে এমন নজির আজও শোনা যায়নি।

কোনো মৃত আত্মীয় আপনার ফোনে যদি মোবাইলে বার্তা পাঠিয়ে জানিয়ে দেয় যে, আপনার ওপর সে নিয়মিত নজর রাখছে, তাহলে তো ভয়ে বুক কেঁপে উঠারই কথা।

লন্ডনের বছর বাইশের তরুণী শেরি এমারসনের অবস্থাও তাই হয়েছিল। নিজের মোবাইল ফোনে বছর তিনেক আগে মৃত ঠাকুমার এসএমএস পেয়ে ভয়ে রক্ত হিম হয়ে গিয়েছিল তার।

২০১১ সালে মারা যায় শেরির ঠাকুমা লেসলি এমারসন। ক্রিশ্চান রীতি মেনে তাকে সমাধিস্থ করা হয়। কফিনে দেয়া হয় তার প্রিয় কয়েকটি জিনিস, যার মধ্যে ছিল ৫৯ বছরের লেসলির সাধের মোবাইল ফোনটিও।

ঠাকুমার আদরের নাতনি শেরি সেই নম্বরে মাঝে মধ্যেই টেক্স্ট মেসেজ পাঠাতেন। তিনি জানিয়েছেন যে, এভাবে মেসেজ পাঠিয়ে তিনি ঠাকুমার কাছাকাছি রয়েছেন বলেই মনে হত।

কিন্তু একদিন সকালে ইনবক্স চেক করে ভয়ে বুকের রক্ত শুকিয়ে যায় শেরির। তার টেক্স্ট মেসেজের উত্তর দিয়েছেন ঠাকুমা। জানিয়েছেন যে, তিনি শেরির ওপর নজর রাখছেন।

ভয়ের চোটে অসুস্থ হয়ে পড়েন শেরি। ভুতের তত্ত্ব বিশ্বাস না করে, তখন বিষয়টি নিয়ে খোঁজ-খবর শুরু করেন শেরির কাকা। ওই নম্বরে আবার ফোন করেন তিনি।

শেষে জানা যায়, ওই ফোন নম্বরটি যিনি ব্যবহার করছিলেন তার মৃত্যু হয়েছে জেনে, সেই নম্বর অন্য এক গ্রাহককে দেয় পরিষেবা প্রদানকারী সংস্থা।

যে ব্যক্তি ওই নম্বরটি ব্যবহার করছিলেন, তিনি মাঝেমধ্যেই অচেনা নম্বর থেকে মেসেজে পেয়ে শেষে একদিন মজা করে উত্তর দেন।

আর এতেই ঘটে যত বিপত্তি। পরে অবশ্য ওই ব্যক্তি এবং পরিষেবা প্রদানকারী সংস্থা দুজনেই শেরির কাছে ক্ষমা চেয়ে নেন।

 

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এফএম/এসআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে