মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৭:৫৪:০৭

ভূপৃষ্ঠের ওপরে উড়া যাবে এই ছোট্ট যন্ত্রে!

ভূপৃষ্ঠের ওপরে উড়া যাবে এই  ছোট্ট যন্ত্রে!

এক্সক্লুসিভ ডেস্ক : সিনেমা নয় একবারে বাস্তব! অবশ্য মনে হতে পারে অবাস্তব।  এমন যন্ত্র আবিষ্কার করায় প্রশংসারই দাবি রাখে।

সাম্প্রতিক যতগুলো প্রযুক্তিপণ্য উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে জনপ্রিয়তায় প্রথম সারিতে রয়েছে হোভারবোর্ড।  স্বল্প দূরত্ব পাড়ি দিতে এ যন্ত্রটি প্রশংসার দাবি রাখে।

হলিউডের বেশ কয়েকটি  চলচ্চিত্রে প্রথম দেখানো হয়েছিল হোভারবোর্ড, যা বর্তমানে বাস্তবেই দেখানো হচ্ছে।  সম্প্রতি ‘ফ্লাইবোর্ড’ নামক নতুন ধরনের হোভারবোর্ড তৈরি করে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে ফ্রান্সের জেট স্কি চ্যাম্পিয়ান ফ্রাংকি জাপাতা।  

এই হোভারবোর্ডটির মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে উড়ে চলাচল করা যায়।
এ ধরনের ফ্লাইবোর্ড এতদিন শুধু সিনেমার দৃশ্যে সীমাবদ্ধ ছিল।  কিন্তু এবার সিনেমার দৃশ্য পেরিয়ে বাস্তবে স্বল্প দূরত্বে পাড়ি দেয়া যায়।

ফ্রাংকি তার তৈরি ফ্লাইবোর্ডের মাধ্যমে মাটি থেকে ৩০ মিটার উচ্চতায় চলাচল করে দেখিয়েছেন।  সেই ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

ফ্রাংকি জানিয়েছেন, তার তৈরি ফ্লাইবোর্ডটি মাটি থেকে ১০ হাজার ফিট উচ্চতায় টানা ১০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম।  এতে কোনো রকমের অসুবিধা হবে না।  মাটি থেকে ৩০ মিটার উচ্চতায় চলাচল করে আসতে পারবে যে কেউ।

১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে