মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৯:৩৪:৪১

তৈরি হলো ‌‘কাঠের গাড়ি’

তৈরি হলো ‌‘কাঠের গাড়ি’

এক্সক্লুসিভ ডেস্ক : কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ‘কাঠের গাড়ি’।  জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এমন একটি গাড়ি তৈরি করেছে।  কাঠ দিয়ে তৈরি গাড়িটি খুবই সুন্দর, যে কেউ আকৃষ্ট হবে গাড়িটির প্রতি।  কিন্তু বিক্রির জন্য তৈরি করা হয়নি গাড়িটি, স্রেফ প্রদর্শনের জন্য।

গাড়িটির নাম সেটুসুনা।  যদিও টয়োটা কোম্পানি কর্তৃপক্ষ গাড়িটিকে বলছে টাইম মেশিন।  তবে গাড়িটি সত্যিকারের কোনো টাইম মেশিন নয়।  গাড়িটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে পারবেন।  

গাড়িটির ইঞ্জিন, চেসিস মেটালের।  এর সম্পূর্ণ বডি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে।  গাড়িটির ব্যাকডালা, বনেট, স্টিয়ারিং কাঠের তৈরি।  গাড়িটির কাঠ নষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে নেয়া যাবে।

গাড়িটি ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মিলান ডিজাইন উইকে প্রদর্শন করা হবে।  

তবে গাড়িটি বিক্রির জন্য নয়, স্রেফ আধুনিক নকশার সঙ্গে ১০০ বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে উপস্থাপন করতেই গাড়িটি তৈরি করা হয়েছে।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে