এক্সক্লুসিভ ডেস্ক : প্যারিস হিলটন আবার একটি কুকুরের বাচ্চা কিনলেন। এই নিয়ে তার পোষ্য প্রাণীর সংখ্যা দাঁড়াল ৩৬টি। গত বছর একটি টিভি অনুষ্ঠানে তিনি জানান, তার পোষ্য প্রাণীর সংখ্যা ৩৫। ১৩ হাজার মার্কিন ডলারে নতুন এ বাচ্চা কুকুরটি নাকি বিশ্বের সবচেয়ে ছোট পোমেরানিয়ান।
এর নাম মিস্টার অ্যামাজিং। এই প্রজাতির কুকুরের দীর্ঘ রেশমী চুল, সরু মুখ ও খাড়া কান থাকে। আলবার্টার ক্যালগ্যারির বেটি’স টিকাপ ইয়র্কিস থেকে পোমেরানিয়ানটি নিয়ে এসেছেন প্যারিস।
১২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির বাউয়ারি হোটেলে ৩৩ বছর বয়সী এই তারকা পোমেরানিয়ানের সঙ্গে নিজের তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। মিস্টার অ্যামাজিংয়ের সুন্দর একটি নাম চেয়েছেন তারই ভক্তদের নিকট থেকে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/