বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৭:৩৮

সমুদ্রের তলদেশে মনোমুগ্ধকর ১০টি হোটেল!

সমুদ্রের তলদেশে মনোমুগ্ধকর ১০টি হোটেল!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সমুদ্র তলদেশে ১০টি বিশেষ ধরনের হোটেল সেখানে আপনি মাছের সঙ্গে ঘুমাতে পারবেন। মনোমুগ্ধকর এই সকল হোটেল থেকে সমুদ্রের তলদেশের প্রাকৃতিক সৌন্দার্যও উপভোগ করতে পারবেন। আজকের ছবিঘরসহ তেমনী কিছু হোটেলে কথা এখানে তুলে ধরা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক সেই সকল হোটেল সমূহ..

১. দ্য মান্তা রিসোর্টে : সমুদ্রের ১৩ ফুট নিচে বাথরুম এবং শয়নকক্ষ আপনাকে মোহিত করে রাখবে। জাঞ্জিবারের পেম্বা আইল্যান্ডের মান্তা রিসোর্টে কাঁচঘেরা কক্ষের চারদিকে সমুদ্র দেখতে পাবেন আপনি। এক রাতে মাত্র দেড় হাজার ডলার দিয়ে দুজন দিব্যি সময় কাটাতে পারেন।

২. রাঙ্গালি আইল্যান্ড রিসোর্ট : মালদ্বীপের রাঙ্গালি আইল্যান্ডের এই রিসোর্টের রেস্টুরেন্ট যখন বসে খাবেন, তখন মাথার ওপরে ও চারপাশ দিয়ে সামুদ্রিক মাছা ঘুরতে থাকবে। সমুদ্রপৃষ্ঠ তেকে ১৬ ফুট নিয়ের এই রেস্টুরেন্টের চারদিক দেখা যায়। ৮১৫ ডলার দিয়ে দুজনের একটি স্যুইট পাবেন এক রাতের জন্য।

৩. আটলান্টিস দ্য পাম : দুবাইয়ের এই হোটেলের তিন তলা স্যুইটগুলো দেখলে মাথা ঘুরে যাবে আপনার। সমুদ্রের নিচে নেপচুন ও পসাইডন স্যুইটে যখন বসবেন, তখন নিজেকে সমুদ্রের রাজা বা রাণী মনে হবে।

৪. আন্ডারসি লজ : ১৯৭০ এর দশকে একটি সাবমেরিনের ভেতরে এই হোটেলটি তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১ ফুট নিচে এই হোটেলে পৌঁছতে হলে আপনাকে অবশ্য প্রশিক্ষিত স্কুবা ডাইভার হতে হবে। ৪২ ইঞ্চি মাপের জানালা দিয়ে দিব্যি সমুদ্র দেখতে পারবেন। মাত্র ৩০০ ডলারে এক রাত কাটাতে পারবেন।

৫. হোটেল আটার ইন : শিল্পী এবং ভাস্কর মিকাইল জেনবার্গের তৈরি এই হোটেল। সুইডেনের লেক মালারেনে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ ফুট গভীরে হোটেলটি খুঁজে পাবেন। সমুদ্রের নিচে অনায়াসে উপভোগ করতে পারবেন এখানে।

৬. হুভাফেন ফুশি : মালদ্বীপের আরেকটি দারুণ হোটেল এটি। সমুদ্রের পানির নিচে বাস করা ছাড়াও স্পা নিতে পারবেন।

৭. রিসোর্ট ওয়ার্ল্ড : সিঙ্গাপুরের এই হোটেলে বিছানায় শুয়ে সমুদ্রের মাছেদের আনাগোনা দেখতে পারবেন। তবে বাথরুমে ও সিঁড়িতে ওঠার সময় মাথা নিচু করে রাখতে হবে।

৮. দ্য ন্যাশনাল অ্যাকুরিয়াম : এটি হোটেল না হলেও এখানে আগতরা ১১৫ ডলার দিয়ে সকালে নাস্তা ও রাতের ডিনারসহ সমুদ্রের নিচে আরামে ঘোরাঘুরি করতে পারবেন।

৯. হাইড্রোপলিস : আরব আমিরাতের এই হোটেলটি ৫৫০ মিলিয়ন ডলারের একটি প্রজেক্ট হিসেবে এগিয়ে যাচ্ছে। পার্সিয়ান গালফের ৬৬ ফুট নিচে তৈরি হচ্ছে এটি। সমুদ্রের নিচে এখানে এমন কোনো জিনিস নেই যা পাবেন না।

১০. পসাইডন আন্ডার সি রিসোর্টস : ফিজির সমুদ্রের নিচে এই প্রজেক্টটিও চলমান রয়েছে। এখানে আগতরা ব্যক্তিগত ছোট আকারের সাবমেরিনের মাধ্যমে ঘোরাঘুরি করতে পারবেন।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে