বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৫:২৩:০০

বলতে পারেন, কলকাতার কোনো মেট্রো রেলস্টেশনে বাথরুম নেই কেন?

বলতে পারেন, কলকাতার কোনো মেট্রো রেলস্টেশনে বাথরুম নেই কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিদিনই অসংখ্য মানুষ তাদের নানা সমস্যা নিয়ে মেট্রো রেলস্টেশন দিয়ে যাতায়াত করেন। কিন্তু একটা বিষয় কি কখনো খেয়াল করে দেখেছেন ভারতের মেট্রো রেলস্টেশনগুলোতে কোনো শৌচালয় নেই কেন? যদিও যারা মেট্রোয় যাতায়াত করেন তাদের সুবিধার জন্য মেট্রোর পরিষেবাও খুব ঘনঘন। তাই হয়তো যাত্রীদের এই বিষটায় খুব একটা নজর দেয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সমস্ত পাবলিক জায়গাতেই শৌচালয় থাকাটা খুবই প্রয়োজনীয়। সেখানে মেট্রো স্টেশনের মতো ব্যস্ত জায়গায় যাত্রীদের জন্য কোনো শৌচালয় রাখা হয়নি কেন জানেন?

মেট্রো স্টেশনে শৌচালয় না থাকার কারণ হিসেবে মেট্রোরেলের এক কর্মকর্তা জানিয়েছেন যে, আসলে কলকাতার যে নিষ্কাশন ব্যবস্থা রয়েছে, তার থেকে বেশ খানিকটা নিচে মেট্রোরেলের সুড়ঙ্গ। যদি মেট্রো স্টেশনে শৌচালয় রাখা হয়, তাহলে তার বর্জ্য নিষ্কাশন নালায় যাওয়ায় সমস্যা হবে। আবার পাম্পের মাধ্যমে এর নিষ্কাশন ব্যবস্থার জন্য প্রচুর পরিমানে পানির প্রয়োজন। যদি কোনো কারণে পাম্প খারাপ হয়ে যায় তাহলে বর্জ্যের দুর্গন্ধে যাত্রীদের খুব সমস্যা হবে। এই সমস্ত কারণের জন্যই মেট্রো স্টেশনে শৌচালয় রাখা হয় না।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে