বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫২:৫৫

‘রোবট ক্লিনার’ ঘর পরিষ্কার করবে!

‘রোবট ক্লিনার’ ঘর পরিষ্কার করবে!

এক্সক্লুসিভ ডেস্ক : ঝকঝকে মেঝে, আসবাব-বিছানা পরিপাটি আর তার স্বামী পায়ের ওপরে পা তুলে টিভি দেখছেন। দশ দিন বেড়ানো শেষে মনোয়ারা আক্তার জাহান স্বপ্না নামে নারী যখন বাড়ি ফিরলেন তখন তার চোখ ছানাবড়া। কাজের মানুষ বা স্বামীর কল্যাণে নয়, বরং এর পেছনে রয়েছে রোবট।

এটা কোনো সায়েন্স ফিকশন ছবির কাহিনী নয়। বাস্তব প্রেক্ষাপট। হাত-পা ওয়ালা রোবট নয়, বরং প্রতিদিনের জীবনে নানা রকম রোবট আমাদের সারা বছর বহু ঝামেলাপূর্ণ কাজ থেকে বাঁচিয়ে দিতে পারে।

অন্ধকারেও পরিষ্কার : আপনি বা আপনার কাজের মানুষটি কী অন্ধকারেও ঘর-দুয়ার পরিষ্কার করতে পারেন? নিশ্চয়ই না। কিন্তু এলজি এর হোমবোট নামের যন্ত্রটি তার দুটো চোখ দিয়ে অন্ধকারেও সব পরিষ্কার করে ফেলতে পারে। এতে রয়েছে জেনারেশন ২ স্ল্যাম ক্যামেরা প্রযুক্তি। যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে আলোর উপস্থিতি শনাক্ত করে এবং কক্ষের নানা স্থানের ময়লার ছবি তোলে। প্রতি সেকেন্ডে ৩০টি ছবি তোলার ক্ষমতাসম্পন্ন রোবটটি মুহূর্তেই মেঝের পুরোটি পরিষ্কার করে ফেলে।

রোবট ক্লিনার : ভ্যাকুম ক্লিনার অন করে রুমের এদিক থেকে সেদিকে ঘুরে আসুন। ঘরের মেঝে তকতকে হয়ে যাবে। সম্প্রতি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি ঘর পরিষ্কারের জন্য একটি রোবোটিক ক্লিনিং টেকনলজি বাজারে এনেছে। এটি ঘরের ময়লা কোণ পর্যন্ত শনাক্ত করে তা পরিষ্কার করে দিতে পারে।

নির্দিষ্ট স্থানে ব্যাপক ঝারপোছ : হোমবোটকে স্পাইরাল মোডে দিলে তা একটি নির্দিষ্ট স্থান বেশ মনযোগের সঙ্গে পরিষ্কার করবে। এটি এই মোডে ১.৫ মিটার গোলাকার স্থান পরিষ্কার করতে পারে।

বারবার পরিষ্কার করা : কাজের মানুষকে একবারের জায়গায় দুইবার বললে কি তারা কথা শোনে? কিন্তু হোমবোটকে যতবার বলবেন, সে ততবার আপনার কথা শুনবে। একটি স্থান পরিষ্কার করার পর আবার জিগজ্যাগ মোডে দিয়ে দিলে আবারো সেই স্থান পরিষ্কার করবে রোবটটি।

দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় : একে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়। যেকোনো স্থান থেকে যেকোনো সময় মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে একে নির্দেশও দেওয়া যাবে। নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ কাজ শুরু করে দেবে।

পরিষ্কারের সময়সূচি দেওয়া যাবে : এই রোবটে কয়েকটি সেন্সর লাগানো রয়েছে। এরা দেওয়ালে বা টেবিলে ধাক্কা খাওয়া থেকে বেঁচে চলতে পারে। তা ছাড়া উচ্চতা মাপতে পারে যার ফলে সিঁড়ি থেকে পড়ে যায় না। এদেরকে আগে থেকে পরিষ্কারের সময়সূচি নির্ধারণ করে দেওয়া যায়। সময় অনুযায়ী তারা কাজ শুরু করে দেবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে