বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৯:২২

ভিন গ্রহের প্রাণীদের ঘাঁটি এখন চাঁদে!

ভিন গ্রহের প্রাণীদের ঘাঁটি এখন চাঁদে!

এক্সক্লুসিভ ডেস্ক : ভিন গ্রহের প্রাণীরা কি আসলেই আছে নাকি সবকিছু শুধুই মিথ! তবে ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। হলিউডের দুর্দান্ত সব সায়েন্স ফিকশন মুভি দেখতে দেখতে ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে আমাদের ধারণাও বিস্তর! যদি সত্যিই বহির্জগতের কোনও প্রানী থাকে৷ কেমন দেখতে সেই প্রানী? কেমন তাঁর বৈশিষ্ট্য? মানুষের মনে মহাজাগতিক সেই প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে?

সম্প্রতি উইফোলজি নামের একটি ওয়েবসাইট দাবি করেছে চাঁদেই রয়েছে এলিয়েন৷ শুধু তাই নয় সৌরজগত নিয়ে গবেষণা করছেন এমন এক বিজ্ঞানী এই একই দাবি করেছেন৷ জনৈক ওই বিজ্ঞানির নাম স্কট ওয়ারিং৷তিনি জানিয়েছেন, গুগুল মুন থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি এই দাবি করেছেন৷

ওই বিজ্ঞানী গুগুল মুনের এইসব তথ্য থেকে খুঁজে পান একটি অদ্ভুত কাঠামো এবং এ নিয়ে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন৷ ইতিমধ্যেই ইউটিউবের এই ভিডিওটি সাত হাজারের বেশি বার দেখা হয়েছে৷

ওয়ারিং দাবি করেছেন, এই কাঠামোটির পেছনে রয়েছে সাত আটটি সমকোন৷আর এই কাঠামোর পাশ দিয়ে যে ছায়া দেখা যায় তা থেকে বোঝা যায় এর নিচে রয়েছে বেশ বড় এখটি জায়গা৷

কাঠামোটির চারপাশ দিকে থাকা এখটি দেওযাল একে ধসে পড়া থেকে রক্ষা করছে৷তবে সব তথ্যই বেশ পুরোনো৷ এবং কিছু কিছু এলাকার ম্যাপিং একেবারে পুরোনো বলে ধরে নেওয়া যায় না৷মুলত চন্দ্রযান অ্যাপোলো আশেপাশের এলাকাকে লক্ষ্য করাই ছিল এ উদ্দেশ্য৷
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে