বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০০:১৪

২য় বিয়ে করা কি অপরাধ?

২য় বিয়ে করা কি অপরাধ?

এক্সক্লুসিভ ডেস্ক ডেস্ক : প্রবাদে আছে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। কথাটাটি জন্ম ও মৃত্যু একবারই হয়। কিন্তু বিয়ে ইচ্ছা করলে অনেক গুলা করা। তাই বলে মনে অসুখ রেখেও প্রথম বিয়ে টিকিয়ে রাখার কোন প্রয়োজন নেই।

বিশেষ করে আজকের দিনে এটি অসাধ্য নয়। এক্ষেত্রে, দ্বিতীয় বার যিনি বিয়ে করছেন ও যাকে বিয়ে করছেন, দু’জনের মধ্যেই পারস্পরিক বোঝাপড়া জায়গাটা দৃঢ় হতে হবে। স্বামী-স্ত্রী দু’জনেই একে অপরকে খোলাখুলি নিজের অতীতের কথা জানান। বিয়ের আগে কিছুদিন একসঙ্গে ঘুরতে যেতে পারেন। আগের পক্ষের সন্তানের কাস্টডি আপনার কাছে থাকলে হবু স্ত্রী/স্বামীকে সে ব্যপারে খোলাখুলি জানান।

লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জড ম্যারেজ-জাই হোক না কেন, পার্টনারকে আগে থেকে জেনে বুঝে নেওয়া জরুরী। প্রয়োজনে, পার্টনারের দু’একজন কাছের মানুষের সঙ্গে মিশুন। তাদের থেকে পার্টনারের স্বভাব সম্পর্কে জেনে নিন। তবে, উভয়পক্ষয়ের ক্ষেত্রে আর্থিক স্বনির্ভরতা থাকাটা খুব জরুরি৷

স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ
কি ? আঘাত করলেও কষ্ট,
আঘাত পেলেও কষ্ট।।”
রবি ঠাকুরের কথায় এটা প্রকাশ পায় যে, স্বামী-স্ত্রীর প্রেমে, প্রেমটাই হল ধ্রুব সত্য। পারস্পরিক বোঝাপড়া, কথা, গল্প, মজা, দুঃখ সব কিছু ভাগাভাগির আরেক নাম প্রেম। কিন্তু, বিয়ের পর যদি এতে মরচে জমে তখন তৈরি হয় ভাঙন।

তাই যতদুর সম্ভব চেষ্টা করবেন ভাঙ্গন রোধ করতে। সুন্দর হোক আপনাদের দাম্পত্য জীবন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে