বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০০:৫০

চালকবিহীন ট্রাক চলবে রাস্তায়!

চালকবিহীন ট্রাক চলবে রাস্তায়!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রথমে শুনলাম চালকবিহীন ড্রনের কথা। খুব খুশি হয়েছিলাম শুনে। কিন্তু ভেঙে পড়লাম যখন দেখলাম ইসরাইল দিন গেলে সেই ড্রন দিয়ে জঙ্গি নিমুলের জন্য ফেলছে গাজায় কিন্তু শিকার হচ্ছে বেশি নিরীহ মানুষ। যাই হোক তবুও বলবো ভাল আবিষ্কার ছিল এটি। এরপর চালকবিহীন প্লেন, চালকবিহীন কার আমরা দেখেছি। প্রযুক্তি জগতে নতুন করে আরও একটি জিনিস সংযুক্ত হতে যাচ্ছে আর তা হলো চালকবিহীন ট্রাক।

চালকবিহীন ড্রোন বিমান, চালকবিহীন প্রাইভেট কারসহ অনেক কিছুর পর এবার আসছে চালকবিহীন পরিবহন ট্রাক। আর এই চালকবিহীন ট্রাক নামানোর ঘোষণা দিয়েছে বিশ্বের খ্যাতনামা ট্রাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেইমলার।

ডেইমলার এক বিবৃতিতে বলেছে, তারা এমন একটি ট্রাক তৈরি করছে যা চালক ছাড়াই ব্যস্ত মহাসড়কে চলতে সক্ষম। তারা এই ট্রাকের নাম দিয়েছে ‘মার্সিডিস-বেঞ্জ ফিউচার ট্রাক ২০২৫’।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালিত এই ট্রাকটিতে রাডার সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে ‘হাইওয়ে পাইলট সিস্টেম’ সংযুক্ত করা হয়েছে। যাতে চালক ছাড়াই ট্রাকটি নিজে নিজেই ট্রাফিক আইন মেনে চলাচল করতে পারে। আবার নির্দিষ্ট কোনো জায়গা থেকেও ট্রাকটি নিয়ন্ত্রণ করা যাবে বলে জানা গেছে।

ডেইমলারের একজন শীর্ষ কর্মকর্তা উলফগ্যাং বার্নহার্ড সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের ফিউচার ট্রাক ২০২৫ (‘Future Truck 2025′) পরিকল্পনায় বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, ভবিষ্যতে যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন ক্রেতারা সেগুলোর দিকেও আগে থেকেই দৃষ্টি দেওয়া হচ্ছে। আমাদের প্রধান উদ্দেশ্য, ধারাবাহিকভাবে মানসম্মত প্রযুক্তি বিশ্ব বাজারে নিয়ে আসা।

উল্লেখ্য, আগামী ১০ বছরের মধ্যে চালকবিহীন এই ট্রাকটি বাজারে আনতে ডেইমলার এই ট্রাক নির্মাণ এবং গবেষণায় ইতোমধ্যেই এক বিলিয়ন ইউরো খরচ করেছে বলে জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে