শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০১:৪৮:২৭

জানেন কোথায় ৮৮ দিনে হয় বছর হয়?

জানেন কোথায় ৮৮ দিনে হয় বছর হয়?

নিউজ ডেস্ক :  সময় খারাপ গেলে মাঝে মাঝে মনে হয় যেন বছরটা খুব দীর্ঘ। কাটতেই চাইনা। ৩৬৫ দিন মানে তো অনেক লম্বা সময়ের ব্যাপার। এতোটা সময় কাটাবেন কি করে তাই ভাবতে থাকেন সব সময়।

আচ্ছা যদি আপনাকে এমন একটা জায়গার সন্ধান দিই যেখানে ৩৬৫ নয়, ৮৮ দিনে হয় বছর। তাহলে বলুন তো একমাত্র বয়স বাড়া ছাড়া বাকি সব কিছুতে কত ভাল হয়। কত কিছুর সুযোগই না আপনি পাবেন।

মাত্র ৮৮ দিনের মধ্যেই বেতন বৃদ্ধি। নতুন ক্লাস, নতুন বই, নতুন বন্ধু, নববর্ষ উৎসব। আচ্ছা নিন, ঠিকানা এবার বলেই দিচ্ছি। তবে সেখানে যাবার সাধ্য মানুষের কোন কালে হবে কিনা সন্দেহ!

জায়গাটা হল সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন। তাই বুধে ৮৮ দিনে এক বছর হয়। যতদুর জানা যায় প্রাণীর অস্তিত্বের সন্ধান সেখানে নেই। মানুষ তো দুরে থাক!
১৪/০৪/১৬/এমটিনিউজ২৪/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে