শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০২:০৩:১৯

ভূমিকম্পের টাইম বোমের ওপর বসে উপমহাদেশ!

ভূমিকম্পের টাইম বোমের ওপর বসে উপমহাদেশ!

এক্সক্লুসিভ ডেস্ক: টিক-টক-টিক। ঘড়ির কাঁটার এই আওয়াজ কোনও টাইম বোমের নয়তো? যে বিশাল ভয়ঙ্কর টাইম বোমার ওপর আমাদের গোটা দেশটাই বসে আছে। প্রতি মুহূর্তে তা এগিয়ে চলেছে সেই ভয়াবহ অন্তিম ক্ষণের দিকে। ভূমিকম্পই টাইম বোমা বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সদ্য গতকালই ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ ভারত-মায়ানমারের বিভিন্ন এলাকা। এ যাত্রা বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও, ভূমিকম্পের ঘটনা যে ভাবে বেড়ে চলেছে, তাই মাটির কম্পনেই একদিন চূড়ান্ত পরিণতি ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকৃতির এই রোশের শিকার গত দু-বছরে বারবার হয়েছে ভারত, নেপাল, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর। যতই চেষ্টা করা হোক, মাটির বহু নিচে টেকটনিক প্লেটেন নড়াচড়া বন্ধ করার ক্ষমতা বিজ্ঞানের নেই। তাই ভূমিকম্পের কাছে অসহায় আত্মসমর্পন করা ছাড়া আমাদের আর কোন গতি নেই।

তবে মনে রাখা জরুরি, ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয় না, প্রাণহানি, সম্পত্তিক্ষয় - এইসবের জন্য দায়ী আমরাই। আমরা যে ভাবে নগরায়ন বাড়িয়ে চলেছি, ঠিকমতো পরিকল্পনা ছাড়াই গড়ে উঠছে অজস্র ঘরবাড়ি, ভূমিকম্পে বড় ক্ষতির কারণ এগুলোই। মাটি কেঁপে উঠলে, ঘরবাড়ি ভেঙে পড়েই বিপর্যয় ডেকে আনে। তাই আগে থেকে সতর্ক হলে, মাটি কাঁপলেও, ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। জিওগ্রাফিক্যাল স্ট্যাটিক্সটিক্স অনুযায়ী, ভারতের ৫৪% জমিই ভূমিকম্প-প্রবণ। বিশ্বব্যাঙ্ক ও জাতিসংঘের রিপোর্ট বলছে যে ২০৫০-এর মধ্যে উপমহাদেশের ২০ কোটির উপর মানুষ ভূমিকম্পে প্রাণ হারাবে। সূত্র : ইন্ডিয়াটাইমস

১৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে