বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৪:২৯

বন্ধ হয়ে যাচ্ছে নোকিয়া!

বন্ধ হয়ে যাচ্ছে নোকিয়া!

এক্সক্লুসিভ ডেস্ক : আগে থেকেই ধারণা করা হয়েছিলো এমনটা হবে। এ বছরেই নোকিয়াকে মাইক্রোসফট কিনে নেয়ার পর অনেকেই ধারণা করেছিলেন নোকিয়া ব্র্যান্ড নামটি বাদ দিতে পারে মাইক্রোসফট। তবে প্রথমেই নাম বদল না করায় অনেকের ধারণাই পরিবর্তন হয়। তবে এবার জানা গেছে খুব শীঘ্রই নোকিয়া নাম থেকে সরে আসতে পারে মাইক্রোসফ্ট।

গিক অন গ্যাজেটস নামে একটি ওয়েবসাইট প্রথম এই তথ্য ফাঁস করে। তারা জানায়, নোকিয়া নামটি নিয়ে আর সামনে এগোতে চাইছে না মাইক্রোসফট। আর মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিলে ইতিহাসের অংশ হয়ে যাবে বিশ্বের সবচেয়ে সফল মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড নোকিয়া।

সেক্ষেত্রে লুমিয়া ৮৩০ এবং লুমিয়া ৭৩০ হতে পারে এই ব্র্যান্ডের সর্বশেষ স্মার্টফোন। সম্প্রতি এই দুটি স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট নামেই পরবর্তীতে বাজারে আসবে প্রতিষ্ঠানটির ভবিষ্যতের ফোনসমূহ। আর এক্ষেত্রে ‘উইন্ডোজ ফোন’ থেকে ‘ফোন’ বাদ দিয়ে কেবল ‘উইন্ডোজ’ শব্দটি ব্যবহার করা হতে পারে।

স্মার্টফোন এবং কম্পিউটারের জন্য একটি অভিন্ন অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ স্মার্টফোন এবং কম্পিউটারের জন্য একটি অপারেটিং সিস্টেমের আলাদা কোন সংস্করণ থাকবে না। একই ধরণের পরিকল্পনা নিয়ে কাজ করছে লিনাক্স। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সথ নাদেলাও একই ধরণের ইঙ্গিত দিয়েছিলেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে