নিয়মিত ট্যুইট করে ৫ লাখ ডলারের মালিক যুবক!
এক্সক্লুসিভ ডেস্ক: স্রেফ টুইট করে লাখপতি! শুনতে অসম্ভব মনে হলেও এমনটাই করে দেখালেন মার্কিন তরুণ ক্রিস স্যাঞ্চেজ হরেক মজাদার আর উদ্ভট তথ্য টুইট করে বছরে পাঁচ লাখ ডলারেরও বেশি উপার্জন করে চমকে দিয়েছেন তিনি।
ব্রুকলিনের ২৩ বছরের যুবক ক্রিস পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের অন্ধ ভক্ত। তাকে ফলো করতেই টুইটারে অ্যাকাউন্ট খোলে বলে জানিয়েছে সে। কিন্তু তারকার পিছনে দৌড়নো ছাড়া অকেজোই পড়ে থাকে অ্যাকাউন্টটি। তাকে সচল করতে নেহাত খেয়ালবশে মজাদার খুচরো তথ্য আপলোড করা শুরু করে ওই তরুণ। ক্রমে সেই সমস্ত তথ্য পড়ে দেখতে আগ্রহী হন অন্য ইউজাররা। আর তাতেই চিচিং ফাঁক! হুড়মুড়িয়ে ডলার ঝরে পড়তে থাকে ক্রিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
টুইটারে তথ্যের হদিশ দিতে নানা লিঙ্ক পোস্ট করতে শুরু করেন ক্রিস স্যাঞ্চেজ। সেই লিঙ্কে ক্লিক করে অভীষ্ট পাতায় পৌঁছে যান ইউজার। আর তার জেরে যে সংস্থার লিঙ্ক আপলোড করা হয়েছে, অনলাইন বিপণন রীতি অনুসারে লিঙ্ক আপলোজকারী ক্রিসকে তারা লভ্যাংশের কিছু অংশ দেন।
লিঙ্কে ক্লিক করলে কেমন আয় হয়?
ক্রিস জানিয়েছেন, প্রতি ক্লিকে ০.০১ থেকে ০.০৩ ডলার উপার্জন করেন তিনি। তার টুইটার অ্যাকাউন্ট '@UberFacts'-এ ফলোয়ারের সংখ্যা ৭ লাখেরও বেশি। ফলে এই বিপুল সংখ্যক ফলোয়ারের ক্লিকের জেরে প্রতিদিন মোটা অর্থ আয় করেন ক্রিস।
এছাড়া সম্প্রতি নিজস্ব অ্যাপও বাজারে ছেড়েছেন ক্রিস। UberFacts app নামে এই অ্যাপটি এ পর্যন্ত ১৫ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। এই সূত্রে প্রতি সপ্তাহে ৬০,০০০ ডলার আয় হচ্ছে বলে জানা গিয়েছে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি