বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৫:৩৬

পনেরো বছর ধরে হজযাত্রীর পেটে কাচি!

পনেরো বছর ধরে হজযাত্রীর পেটে কাচি!

এক্সক্লুসিভ ডেস্ক : ডাক্তারের ভুলে রোগীর অস্ত্রপোচারের পর পেটে ছুরি বা কাচি থেকে যাওয়ার ঘটনায় চিকিৎসা ব্যবস্থাকে বিতর্কিত করলেও এর বেশি কিছু হয়নি।  এমন ঘটনা অনেকবারই শোনা গেছে।

তবে এবার এমনই এক নজির এক হজযাত্রীর বেলায় ঘটেছে।  নাইজেরিয়ান ওই হজযাত্রী পেটের ভেতর কাচি বহন করে বেড়াচ্ছেন গত ১৫ বছর ধরে! সবচেয়ে আশ্চর্যের বিষয়, এতোদিন কাচি বহন করে বেড়ালেও তার কিছুই হয়নি! তিনি জানতেনই না যে, তার পেটে এ ধরনের একটি বস্তু রয়েছে।  সৌদি আরবে হজ করতে এসে ধরা পড়ে ঘটনাটি।

দেশটির রাজধানী জেদ্দা বন্দরে সবাইকে অবাক করে দিয়ে ওই ব্যক্তির পেটের ভেতর কাচিটি শনাক্ত হয়!

সৌদি সংবাদপত্র আল-ওয়াতা’ন এক খবরে এ তথ্য জানায়।  বলা হয়, কি করে এত বড় একটা কাচি তার পেটে ঢুকে গেল? তবে রহস্যের জট খুললো রোগীর জবাবেই।

ওই রোগী জানান, ১৫ বছর আগে একটি অস্ত্রপোচার হয়েছিল তার।  সে সময় হয়তো ডাক্তার ভুল করে পেটের ভেতর কাচিটি রেখে শেলাই করে দিয়েছিলেন!
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে