বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৯:৩১

বুড়োকালের একাকিত্ব খুব কষ্টের

বুড়োকালের একাকিত্ব খুব কষ্টের

এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে আমাদের সবার বয়স বেড়ে যাচ্ছে। বুড়ো বয়সে নারীদের চেয়ে পুরুষরা অনেক বেশি একাকিত্ব বোধ করেন। ব্রিটেনের 'ইন্টারন্যাশনাল লংজিবিটি সেন্টার (আইএলসি-ইউকে)'  এবং এক 'ইনডিপেন্ডেন্ট এজ' নামের চ্যারিটির সৌজন্যে পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

এ গবেষণা-সংক্রান্ত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মানুষ বুড়ো হয়ে গেলে পুরুষরা তাদের পরিবার এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু নারীদের তেমনটি হয় না। মানুষের একাকিত্ব এবং বিচ্ছিন্নতা দুর্বল মানসিকতা প্রকাশ করে। তবে অন্য কোনো কাজে ব্যস্ততার প্রতি বুড়ো বয়সেও আকর্ষণ বোধ করেন পুরুষরা।

তাই বয়স্ক পুরুষদের আগের মতোই সামাজিক করে রাখতে হলে উদ্ভাবনী ক্লাব বা সামাজিক আনুষ্ঠিকতার বেশি বেশি ব্যবস্থা থাকা প্রয়োজন। ইংল্যান্ডে বয়স্ক পুরুষরা কীভাবে একাকী হয়ে যান এবং তাদের সংখ্যা নিয়ে জরিপ ও বিশ্লেষণ করা হয়েছে এ গবেষণায়।

দেখা গেছে, ২০৩০ সাল নাগাদ একাকী বয়স্ক পুরুষের সংখ্যা ৬৫ শতাংশ বেড়ে যাবে। বয়স্ক নারীরা তাদের সঙ্গীকে আগের মতোই দেখেন। কিন্তু পুরুষরা তার সঙ্গিনীর সাথে থেকেও একাকী হয়ে যান। সূত্র : হিন্দুস্তান টাইমস।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/ আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে